বাণ্ডিল বাণ্ডিল টাকা সমেত আটক তিন কংগ্রেস বিধায়ক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গুচ্ছ টাকা উদ্ধার বাংলায় যেন ট্রেন্ডে পরিণত হয়েছে। শনিবার সন্ধ্যেয় রাজ্যে ফের টাকা উদ্ধার হল এবং এবারেও বিপুল পরিমাণ টাকা গোনার জন্য আনতে হল মেশিন। হাওড়ার পাঁচলার ঘটনা। তবে এবার আর অর্পিতা মুখার্জি বা পার্থ চট্টোপাধ্যায় নয়, বরং এই বিপুল পরিমাণ নগদ টাকা সহ ধরা পড়েছেন তিন কংগ্রেস বিধায়ক। তাঁরা সকলেই ঝাড়খণ্ডের।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেল থেকেই হাওড়ায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময়ই কালো রঙের ফর্চুনা গাড়ি দাঁড় করানো হয়। তার ভিতর থেকেই বেরিয়ে আসে বাণ্ডিল বাণ্ডিল টাকা। ওই গাড়িতেই ছিলেন ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক রাজেশ কশ্যপ, ইরফান আনসারি ও নয়ন দিক্ষিত।
ED-র পাঠানো বেআইনি আর্থিক লেনদেনের চিঠির জবাব দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী
সঙ্গে সঙ্গে পুলিশ প্রতিবেশী রাজ্যটির তিন বিধায়ককে আটক করে। গাড়ি ও টাকা সহ তাঁদের পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই নিয়ে আসা হয় নোট গোনার মেশিন।
সূত্রের খবর, গাড়িটি কলকাতার দিক থেকে আসছিল। ওই বিধায়করা কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা পেল তা তা তদন্ত করে দেখছে পুলিশ।