মধ্যরাতে সেনা-পুলিশের অভিযানে খতম তিন মাও নেতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার মধ্যরাতে বিহারের গয়া জেলাতে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম খতম তিন মাও নেতা। সূত্রের খবর, ‘মোস্ট ওয়ান্টেড’ এবং জোনাল কম্যান্ডার মাও নেতা অলোক যাদবকে খতম করে বিহার পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ বাহিনী।
পাটনা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে গয়ার রামচাট্টি জঙ্গলে হামলার ছক কষছে মাও নেতারা। গ্রামের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাও নেতারা। খবর পেয়ে অভিযান চালায় বিহার পুলিশ এবং ২০৫ নম্বর কোবরা ব্যাটেলিয়নের জওয়ানরা। গোটা জঙ্গল ঘিরে ফেলে পুলিশ এবং কোবরা বাহিনীর কম্যান্ডাররা। সারা জঙ্গলজুড়ে চলে চিরুনি তল্লাশি। কয়েক রাউন্ড গুলিবর্ষণের পর তিন মাও নেতার দেহ উদ্ধার হয়।
আরও পড়ুনঃতোলা আদায়ের অভিযোগে সাসপেন্ড এগরা থানার ৩ পুলিশ কর্মী
দু’পক্ষের গুলির লড়াইয়ে মাও নেতা অলোক যাদবের মৃত্যু হয়েছে। এমনটাই দাবী পুলিশের। খতম আরও দুই মাও নেতা। ঘটনাস্থল থেকে ব্যাপক পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়। সারা জঙ্গলজুড়ে তল্লাশি জারি রেখেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী।
এর আগে বিহার এবং ঝাড়খণ্ডে একাধিক জায়গায় অলোক যাদবের নেতৃত্বে হামলা চালায় মাওবাদীরা। কয়েকদিন ধরে খবর ছিল বারাচাট্টি জঙ্গলেই ঘাঁটি গেঁড়ে বসেছিল সে। ‘মোস্ট ওয়ান্টেড’ নেতার মৃত্যুকে বড়সড় সাফল্য বলে মনে করছে বিহার পুলিশ। সিল করে দেওয়া হয়েছে বিহার ঝাড়খণ্ড সীমান্ত। বাড়ানো হয়েছে নিরাপত্তা।