তৃণমূলের তিন মন্ত্রীর দিকে হাত বাড়াল বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৭ মাস আগে লোকসভা ভোটের আগে যেভাবে একের পর এক বিধায়ক-সাংসদকে ভাঙিয়ে তৃণমূল শিবিরকে ধাক্কা দেওয়া হয়েছিল, বিধানসভা ভোটের আগে ঠিক সেই ভাবেই ফের শাসকদলে ভাঙন ধরানোর রণকৌশল নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। শুধু তৃণমূল শিবিরেই নয় কংগ্রেস ও বাম শিবিরেও ভাঙন ধরাতে আসরে নেমেছেন বিজেপির রাজনৈতিক ম্যানেজাররা।

আপাতত রাজ্যের তিন মন্ত্রী সহ অন্তত দু-ডজন বিধায়ককে দলে টানতে বিশেষ ‘অপারেশনও’ শুরু হয়েছে। তার মধ্যে এক মন্ত্রীর সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যে যে তিন মন্ত্রীকে দলে টানার উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে দু’জন কলকাতার এবং একজন দক্ষিণবঙ্গের এক জেলার। তিন মন্ত্রীই রাজ্য রাজনীতিতে হেভিওয়েট হিসেবে পরিচিত। প্রথম দু’জনকে বয়সের কারণে এবার আর শাসকদলের শীর্ষ নেতৃত্ব মনোনয়ন দিতে চাইছেন না। আর তৃতীয় জন বেশ কয়েকটি জেলায় ছড়ি ঘোরানোর দায়িত্ব হারানোর পরে বেসুরো গাইতে শুরু করেছেন। ওই তিন মন্ত্রী যে দল ছাড়তে পারেন, সেই ইঙ্গিত পেতে শুরু করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। এক মন্ত্রী তো সদ্য সমাপ্ত দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এলাকার পুজো উদ্বোধনে যাওয়া সত্বেও গরহাজির থেকেছিলেন।

বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ওই তিন মন্ত্রীই গোপনে যোগাযোগ রেখে চলেছেন। আগামী বছরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় গেরুয়া পতাকা হাতে নিয়ে রাজনৈতিক জার্সি বদল করবেন তিনজনেই। শুধু ওই তিন মন্ত্রীই নন, আরও বেশ কয়েকজন বিধায়কের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন দলের রাজনৈতিক ম্যানেজাররা।

যে দু-ডজন বিধায়কের সঙ্গে পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব যোগাযোগ রেখে চলেছেন, তার মধ্যে শাসকদল তৃণমূলের ১১ জন, কংগ্রেসের ৭ জন ও বামেদের ৬ বিধায়ক রয়েছে। তবে এই মুহূর্তে কারও নামই প্রকাশ্যে আনতে চাইছেন না পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। গত লোকসভায় শাসকদলে ভাঙন ধরিয়ে একাধিক বিধায়ক-সাংসদকে পদ্ম শিবিরে নিয়ে আসার নেপথ্য কারিগর মুকুল রায় শুধু মুচকি হেসে বলেছেন, ‘ধৈর্য্য ধরুন। দেখুন বঙ্গে রাজনৈতিক ভূমিকম্প কীভাবে আছড়ে পড়ে?’

তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন ধরানোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ শুধু বলেছেন, ‘দলের দরজা সবার জন্য খুলে রেখেছি। সোনার বাংলা গড়তে চান যাঁরা, তাঁরা বিজেপিতে স্বাগত। শুধু মন্ত্রী বিধায়কই নন, আরও অনেকে বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে রেখেছেন। শুধু তাঁদের আসাটা সময়ের অপেক্ষা।’

সম্পর্কিত পোস্ট