অসম-মিজো সীমানায় ফের গুলি চলল, ‘তিন’ জন জখম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের উত্তপ্ত অসম-মিজোরাম সীমানা (Assam-Mizoram border )। অসম পুলিশের গুলিতে আহত মিজোরামের এক নাগরিক। দাবি করছে মিজোরাম। এমনটাই খবর পাওয়া যাচ্ছে পিটিআই (PTI) সূত্রে।

পিটিআই একজনের জখম জানালেও, মিজোরামের কৈলাশিব জেলা পুলিশ জানায় তিনজন গুলিবিদ্ধ। এদের মধ্যে দুজন মিজো মহিলা। তাদের অভিযোগ, অসম পুলিশ গুলি চালিয়েছে বিনা প্ররোচনায়।

চলতি বছরের জুলাই মাসের শেষেই দুই রাজ্যের আন্ত:সীমানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার মধ্যে বিতর্কিত সমস্যা নিয়ে পারস্পরিক টুইট যুদ্ধ শুরু হয়।

অসম ও মিজোরাম এই দুই রাজ্য সরকারের পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে পরস্পরের মুখোমুখি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত ৬ জন। এদের মধ্যে ৫ জন পুলিশ কর্মী ও একজন সাধারণ এলাকাবাসী। গুলিবিদ্ধ হয়েছিলেন আরও ৬৭ জন অসম পুলিশ রক্ষী।

ফের ১০০টি পুরসভার প্রশাসক বদল তৃণমূলের

দুই রাজ্যের আন্ত:সীমানা যুদ্ধের পরিস্থিতি তৈরী হয়। অসম সরকার মিজোরাম সীমানা বরাবর কমান্ডো ব্যাটেলিয়ন নামিয়ে দেয়। অসমের কাছাড় জেলায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে মৃত ৫ পুলিশকর্মীকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গুয়াহাটি থেকে শিলচরে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

পরে মুখ্যমন্ত্রী নিহত পুলিশ কর্মীদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন। একইসঙ্গে মিজোরাম সীমানা বরাবর কমান্ডো ব্যাটেলিয়ন নামানোর নির্দেশ দেন। সেই মতো কমান্ডোরা মিজোরামের কৈলাশিব লাগোয়া অসমের সীমানায় বিশেষ অবস্থান নিয়েছে। মিজোরামের দিক থেকে আপাতত আসা স্থগিত।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে আলোচনার বার্তা দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে আলোচনার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল দুই রাজ্যের আন্ত:সীমানা

সম্পর্কিত পোস্ট