মাও হামলায় ছত্তিসগড়ে মৃত তিন পুলিশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ছত্তিসগড়ের নারায়নগড়ে মাও হামলায় মৃত তিন পুলিশ কর্মী। আহত ১৫ জন। যার মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। আইইডি বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ২৭ জন ডিআরজিকে নিয়ে নারায়নপুর জেলা ছেড়ে যাচ্ছিল একটি বাস। কাদেনার এবং কানহারগাঁওয়ের বাস আসতেই নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চলে। আইইডি বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়।
Three security personnel killed and several injured as naxals blow up a bus in Chhattisgarh’s Narayanpur district: police
— Press Trust of India (@PTI_News) March 23, 2021
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন আইটিবিপি আফিসাররা। আহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গোটা এলাকা চলছে চিরুনি তল্লাশি।
ছত্তিসগড়ের ডিজিপি ডিএম আওয়াস্তি জানিয়েছেন, তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। দ্রুত উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।