সোপিয়ানে খতম তিন জঙ্গি, আত্মসমর্পণ করেছে একজন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা অভিযানে খতম ৩ জঙ্গি। বৃহস্পতিবার একথা টুইট করে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার কানিগাম এলাকায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ঘটনায় নিহত হয়েছে তিন জঙ্গি। আত্মসমর্পণ করেছে একজন। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রের খবর, এরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা এবং আল বদর জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

 

পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, ৪ জঙ্গিকে আটক করার পর আত্মসমর্পণের জন্য সবরকম চেষ্টা করা হয়। ১ জন আত্মসমর্পণ করলেও তিন জন অনড় থাকে। আটক জঙ্গির নাম তৌসিফ আহমেদ। আল-বদর জঙ্গিতে নতুন নাম লিখিয়েছিল সে। এলাকায় আরও কোনও জঙ্গি রয়েছে কি না তা তল্লাশি শুরু করেছে পুলিশ।

এর আগে সোমবার উত্তর কাশ্মীরের বারামুল্লার নথিপোরা অঞ্চলে এক এনকাউন্টারে দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে প্রতিরোধ করে নিরাপত্তা বাহিনী।

সম্পর্কিত পোস্ট