চার কেন্দ্রের উপনির্বাচনে কড়া নিরাপত্তা, অতিরিক্ত ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচন। আসন্ন নির্বাচনে কোনও হিংসার ঘটনার চাইছে না নির্বাচন কমিশন। নিরাপত্তার কথা মাথায় রেখে আগেই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার ভোট মিটতেই সেই নিরাপত্তা আরও বাড়িয়ে দিল কমিশন।

সূত্রের খবর, আগামী দিনে রাজ্যে আসবে আরও ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৪ কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোট ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর ভোটের ফল ঘোষণা অবধি থাকবে কেন্দ্রীয় বাহিনী।

এর মধ্যে ৭২ কোম্পানি বাহিনী নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্র ও বাকি আট কোম্পানি বাহিনী গণনা কেন্দ্র এবং স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোমবার রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

বৃষ্টি থামলেও ভর্তি নদী বাঁধ, বিপদ ঘনাচ্ছে কেরলে

গোসাবা, খড়দহ, দিনহাটা এবং শান্তিপুরে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর এলাকাগুলিতে টহলদারী চালিয়ে আরও নজরদারি বাড়াচ্ছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ভোটের দিন সকলে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন বাড়ি বাড়ি গিয়ে তা আশ্বস্ত করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এমনিতেই রাজ্যের স্পর্শকাতর বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে শান্তিপুর, দিনহাটা এবং খড়দাহ। তাই এই তিন কেন্দ্রে নির্বাচন যাতে নির্বিঘ্নে হয় সেই দায়িত্ব পালন করতে চায় নির্বাচন কমিশন।

উল্লেখ্য আগামী ৩০ অক্টোবর রাজ্যের নদীয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খরদা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং কোচবিহারের দিনহাটা কেন্দ্রে নির্বাচনের জন্য ইতিমধ্যেই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এবং তারা রুটমার্চ শুরু করেছে।

সম্পর্কিত পোস্ট