জয় দিয়ে সিজন শুরু এটিকে মোহনবাগানের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বায়ো বাবল এবং সোশ্যাল ডিসট্যান্সিং সব কিছুর মধ্যেই নতুন করে শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ। আর প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্ট্রার্সের বিরুদ্ধে ১-০ গোলে জয় ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান। শুরুর শুরুটা করলেন এটিকে মোহনবাগানের অন্যতম তাবড় স্ট্রাইকার রয় কৃষ্ণ।

করোনার কারণে এবারের আইএসএলের অনুষ্ঠান হয়নি। সমস্ত কোভিড প্রোটোকল মেনেই শুরু হয় ম্যাচ। এদিন শুরু থেকেই নিজেদের দিকে বল দখল করে রেখেছিল কিবু ভিকুনার দল। প্রথমার্ধের বেশীরভাগ সময়ই বল ছিল তাঁদের দখলে। প্রথমের দিকে সুযোগ পেয়েও মিস করতে দেখা যায় রয় কৃষ্ণাকে। গতবারের দুরন্ত ফর্মে থাকা রয় কৃষ্ণ এবারের সিজনে উইলিয়ামসকে না পেয়ে একটু নিস্তেজ হয়ে পড়েছিলেন। তাঁর পরিবর্তে এডু গার্সিয়াকে ব্যবহার করেন কোচ অ্যান্টনিও হাভাস।

দ্বিতিয়ার্ধে মাঠে নিজেদের অধিকার বাড়াতে থাকে এটিকে মোহনবাগান। ৬৭ মিনিটের মাথা রয় কৃষ্ণার গোল তিন পয়েন্ট এনে দেয় এটিকে মোহনবাগানকে। দ্বিতিয়ার্ধে বেশ কিছু পরিবর্তন আনেন কেরালা কোচ। কিন্তু তিরি-প্রীতম-ঝিঙ্গানদের অভেদ্য প্রাচীর ভাঙতে সক্ষম হয়নি নীল হলুদ শিবির। কিন্তু ম্যাচ হারলেও নজর কেড়েছে কিবু ভিকুনার দল।

প্রথম ম্যাচে তিন পয়েন্টের পর ২৭ তারিখা অন্যতম প্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। করোনা আবহে ম্যাচ দর্শকশূন্য আসনে হলেও মহা ডার্বির উত্তাপে গা ঘামাচ্ছে ফুটবল প্রেমীরা।

সম্পর্কিত পোস্ট