কৃষি আইন প্রত্যাহারের দাবীতে সরব মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লিতে চতুর্থ দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছে কৃষক সংগঠনগুলি। এরই মাঝে নয়া তিন কৃষি আইন প্রত্যাহার সহ একাধিক দাবী কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা না হলে আগামী দিনে রাজ্য তথা দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বাড়ল কনটেন্টমেন্ট জোন, তালিকায় বেশীরভাগ ফ্ল্যাট ও আবাসন

বৃহস্পতিবার একাধিক টুইটারে তৃণমূল সুপ্রিমো হলেন, আমরা শুরু থেকেই এই আন্দোলনের বিরোধিতা করে আসছি। আমরা কৃষকদের পরিস্থিতি বিষয়ে অবগত। কেন্দ্রের উচিত যত শীঘ্র এই ‘কালো আইন’ প্রত্যাহার করা। যদি তা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এর জন্য আগামী ৪ তারিখ তৃণমূল জরুরী বৈঠকের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি যেভাবে আকাশ ছুঁয়েছে তা মানুষের মধ্যে যেভাবে প্রভাব ফেলেছে তা নিয়ে আলোচনা হবে। তাই ‘জন বিরোধী’ আইনের প্রতিবাদে সুর চড়ান তিনি।

 

কিছুদিন আগেই নিত্যপ্রয়োজনীয় খাদ্য তালিকা থেকে বাদ গিয়েছে আলু, পিঁয়াজ, ডাল এবং তৈলবীজ সহ একাধিক খাদ্যদ্রব্যের নাম। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধী পক্ষ। এবিষয়ে কেন্দ্রকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার আরও একবার কেন্দ্রকে কটাক্ষ করে মন্তব্য করেন তিনি।

 

কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি আক্রমণে গিয়ে বলেন, সমস্ত কিছু বিক্রি করতে চাইছে কেন্দ্র সরকার। রেলওয়ে, এয়ার ইন্ডিয়া, কোল, বিএসএনএল, ভেল, ব্যাঙ্ক সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে সরকার।

সম্পর্কিত পোস্ট