হেস্টিংসে নব্য বিজেপি সদস্য সুনীল মন্ডলের গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এক সপ্তাহ আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী সহ বেশ কিছু বিধায়ক এবং বর্ধমান পুর্বের সাংসদ সুনীল মন্ডল। ঠিক তার পরের শনিবার হেস্টিংসের বিজেপিতে যোগ দেওয়া নেতাদের পৌঁছানোর আগে হেস্টিংসে বিজেপির নির্বাচনী দফতরে ব্যাপক বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভের জেরে এলাকায় বচসা শুরু হয়। বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি আয়ত্তে আনে হেস্টিংস থানার পুলিশ। উত্তেজনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।
সকালে থেকেই হেস্টিংসে বিজেপির নির্বাচনী দফতরের থেকে কিছুদুরেই বিক্ষোভ কর্মসুচী চালাচ্ছিল তৃণমূল। এদিন বিজপির হেস্টিংসের অফিসে বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী সহ ৪৩ জনের। আগে থেকেই উপস্থিত ছিলেন অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়রা।
আরও পড়ুনঃ রাজ্যকে এড়িয়ে কৃষকদের টাকা দেওয়ার উদ্যোগ কেন, প্রশ্ন মমতার
সাংসদ সুনীল মন্ডলের গাড়ি উপস্থিত হতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। প্রাথমিকভাবে বিক্ষোভ সামলাতে হিমশিম খায় পুলিশ। পুলিশ বাধা দিতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় তৃণমূলের। সাংসদ সুনীল মন্ডলকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিরাট পুলিশা বাহিনী উপস্থিত হয়ে তা সামাল দেয়। এবং সাংসদ সুনীল মন্ডলকে দফতরে পৌঁছে দেন। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।
বিজেপির দাবী, পুলিশের মদতেই ঘটনাটি ঘটানো হয়েছে। বিজপির বৈঠক রয়েছে বলে তৃণমূল ওই সভা করছে বলে অভিযোগ। বিজেপির বৈঠকের আগে বিক্ষোভ দেখানোর জন্যই এই কাজ করেছে তৃণমূল।
তৃণমূলের দাবী, নতুন কৃষি আইন এবং পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন বিক্ষোভ করছেন তাঁরা।