West Bengal Election: আহত মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল-বিজেপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার নন্দীগ্রামে প্রচারে আহত এবং আঘাতপ্রাপ্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রীন করিডোর করে তাঁকে কলকাতায় আনা হয়। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের তরফে এদিন উপস্থিত হন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
তৃণমূলের তরফে অভিযোগ, বিজেপির একদল প্রতিনিধি যা বলছেন তাই ঘটছে। তারপরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণের মধ্যে পড়তে হল। একইসঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবারেই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয় বীরেন্দ্রকে। এর আগে আইনশৃঙ্খলার পদ থেকে সরিয়ে দেওয়া হয় জ্ঞানবন্ত সিংকে। রাষ্ট্রের মধ্যে একটা জঘন্য প্রচেষ্টা চলছে। ঠিক পরের দিনেই ঘটল এই ঘটনা।
একইসঙ্গে তৃণমূলের তরফে অভিযোগ, ভোট ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের। অভিযোগ, বিজেপির প্রতিনিধিরা যা বলছেন তাই হচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।
আরও পড়ুনঃ West Bengal Election: মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা অভিযোগে মামলা দায়ের
একইসঙ্গে এদিন বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হ্ন সব্যসাচী দত্ত এবং শিশির বাজোরিয়া। বিজেপি নেতা সব্যসাচী দত্ত বলেন, নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে তার পুর্ণ তদন্ত করে আসল তথ্য সামনে আনা হোক।
একইসঙ্গে পুলিশের ভুমিকা এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত আইপিএসদের ভুমিকা নিয়ে প্রশ্নও তুলেছে বিজেপি। একইসঙ্গে বিজেপি নেতাদের কথায়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয় রাখার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাবেন তাঁরা।
ইতিমধ্যেই বুধবারের ঘটনায় পুর্ব মেদিনীপুর পুলিশের কাছে মামলা রুজু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। ৩৪১ নং ধারা অর্থাৎ জোর করে আটকে রাখা এবং ৩২৩ অর্থাৎ মারধরের মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।