‘ভবানীপুর নিজের মেয়েকেই চায়’ স্লোগানে ময়দানে হাজির TMC, সোমবার প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে BJP

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   ২০২১ এর বিধানসভা নির্বাচনে সকলের নজর ছিল হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের দিকে । তার কারণ এখান থেকেই বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই দুই হেভিওয়েটের মাঝখানে বামেদের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়াই কার্যত ম্লান হয়ে গিয়েছিল।

যদিও নন্দীগ্রাম কেন্দ্র থেকে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ভবানীপুরের উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী তিনি। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়ে যায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে তা নিয়ে।

গতবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ব্যাপক ব্যবধানে পরাজিত হন তিনি।

তাই দলের একাংশ চাইছে, এই আসনে এলাকার ভূমিপুত্র বা সংগঠনের কাউকে প্রার্থী করা হোক। অনেকেই আবার চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির তরফে কোন মহিলা নেত্রীকেই প্রার্থী করা হোক। তবে এখনো দলীয়স্তরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর সোমবারের মধ্যেই তা ঠিক করে নিতে চাইছে বিজেপি।

গেরুয়া শিবিরের তরফে জানা গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বরা বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রার্থী বাছাই চূড়ান্ত করতে চাইছেন। সোমবারে এই তিন কেন্দ্রের প্রার্থীপদ নিয়ে আলোচনায় বসবে রাজ্য বিজেপির নির্বাচন কমিটি। তালিকা পাঠানো হবে দিল্লিতে। মনে করা হচ্ছে দু-তিন দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন তা চূড়ান্ত করে দেবে গেরুয়া শিবির।

একটানা বৃষ্টিপাত, কালিম্পঙে ধসে মৃত ১

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য জানিয়ে দিয়েছেন উপনির্বাচনের জন্য তৈরি তারা। সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে মোটামুটি ভাবে প্রার্থী ঠিক করা রয়েছে। তবে তা চূড়ান্ত করবে কেন্দ্রীয় নেতৃত্ব।

অন্যদিকে ভবানীপুরে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ। ‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগানকে সামনে রেখে বাজিমাত করেছিল ভবানীপুরে উপনির্বাচনে। এই চেনা স্লোগানকে সামনে রেখে এগোচ্ছে তৃণমূল।

তবে সেই স্লোগানে সামান্য কিছু পরিবর্তন করা হচ্ছে। ‘ভবানীপুর নিজের মেয়েকে চায়’। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কয়েক মধ্যেই এই স্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বড় বড় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা।

এবারের উপনির্বাচনে এপিসেন্টার ভবানীপুর। গোটা দেশের নজর রয়েছে এখন ভবানীপুরের মেগা লড়াইতে।

সম্পর্কিত পোস্ট