পদ্ম পাঁকে ফুটবে, হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ফুটবে নাঃ চন্দ্রিমা ভট্টাচার্যে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক জনসভায় ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিশানা থেকে বাদ যাচ্ছে না তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শাসক দলকে পিসি-ভাইপোর কোম্পানি আখ্যা দিয়ে একের পর এক ইস্যুতে আক্রমন শানিয়ে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজনীতিতে নির্বাচনী পারদ ঊর্ধ্বমুখী।

বিজেপিতে যোগ দেওয়ার পর দিন কয়েক আগেই খড়দাতে মহামিছিলে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয়, সৌমিত্র খান সহ একাধিক হেভিওয়েট বিজেপি নেতা। সেই রেশ কাটতে না কাটতেই সেই খড়দাতে রবিবার জনসভায় অংশ নিলেন তৃণমূল নেতৃত্ব।

জনসভা থেকে শুভেন্দুর করা বক্তব্যের পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সৌগত রায়।  শুভেন্দু দাবি করেছিলেন শুভেন্দুর পরিবারে পদ্ম ফোটাবেন। একইসঙ্গে তিনি পদ্ম ফোটাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও। আর সেই বক্তব্যের পাল্টা জবাব দিলেন সৌগত রায়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-medical-board-met-to-discuss-the-next-steps-for-souravs-treatment/

প্রকাশ্য মঞ্চ থেকে সৌগত রায় বলেন, “তোমরা বাপের বেটা হলে অভিষেকের বিরুদ্ধে প্রমাণ দেখাও, ইঙ্গিতে বলছ কেন?”

সৌগত রায়ের মতে,খাদ্যসাথী ও  স্বাস্থ্যসাথী প্রকল্পে মানুষের হাতে বিনামূল্যে খাদ্য ও চিকিৎসার সুযোগ  তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মানুষের ভোট পড়বে মুখ্যমন্ত্রীর জন্য। আর তাই তাঁকে লক্ষ্য করেই বিরোধীদের আক্রমন দানা বেঁধেছে।

রাজ্যর  কৃষ্টি সংস্কৃতি রক্ষার স্বার্থে খড়দা সূর্যসেন মাঠে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় প্রকাশ্য জনসভায। যেখানে উপস্থিত ছিলেন সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, নির্মল ঘোষ,পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূলের ।জেলার শীর্ষ নেতৃত্ব।

সভায় কার্যত শক্তি প্রদর্শনে নেমেছিল তৃণমূল কংগ্রেস। সে কারণেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা হাজির হয়। জনসভায় উপস্থিত নেতারা তাঁদের বক্তব্যে বিজেপি সহ শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

সম্পর্কিত পোস্ট