তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত কলকাতা, আটক দশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার খাস কলকাতায় দেখা গেল তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষ। শনিবার দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কসবা এলাকা। দুই পক্ষের ১০ জনকে আটক করেছে কসবা থানার পুলিশ।
অভিযোগ, বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে শুক্রবার মিছিল করে বিজেপি। সেইসময় বিজেপির ওপর হামলা চালায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেখানে আক্রান্ত হন বিজেপির এক মন্ডল সভাপতি।
শুক্রবারের ঘটনার প্রতিবাদে ফের সরব হয় গেরুয়া শিবির। শনিবার কসবার বিজন সেতুতে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। সেখানেই তাঁদের ওপর তৃণমূল কর্মী হামলা চালায় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ তৃণমূলের মেগা শো বঙ্গধ্বনি যাত্রা, রোড-শো পার্থ-ফিরহাদ-সুব্রত-অরূপের
অভিযোগ, বিজেপির পার্টি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। জেলা সভাপতির ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। হামলা যারা করেছে তাঁদেরকে আটক না করে বরং বিজেপি নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে। অভিযোগ গেরুয়া শিবিরের নেতৃত্বের।
বিজেপির অভিযোগ মিথ্যে বলে দাবী তৃণমূলের। বিজেপির লোকেরাই তৃণমূলের ওপর হামলা করেছে দাবী তৃণমূল নেতা বিজনলাল মুখোপাধ্যায়ের। তৃণমূলের কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওই তৃণমূল নেতার।