টিটাগড়ে বোমাবাজিতে জখম ১, শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত এলাকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি। তৃণমূলের পার্টি অফিসের সামনে চলেছিল গুলি। সেই রেশ কাটার ২৪ ঘণ্টার মধ্যেই ফের টিটাগড় তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজির অভিযোগ।

শাসক শিবিরের অভিযোগ এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই অভিযোগ সম্পূর্ণ করে উড়িয়ে দিয়ে এই ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছেন গেরুয়া শিবির। বোমাবাজিতে জখম হয়েছেন এক বৃদ্ধা। ঘটনাস্থলে টিটাগড় ও খড়দা থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রের খবর টিটাগড় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া এলাকায় রবিবার রাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বসে ছিলেন। সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী স্কুটি করে এসে বোমাবাজি করে। প্রায় ৬-৭ টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

বিধানসভায় চলতি অধিবেশনে কী হবে বিধায়কদের ভূমিকা ? সোমবারই বৈঠকে তৃণমূল

প্রত্যক্ষদর্শীদের দাবি তারা সংখ্যায় ছিলেন ৮-১০ জন। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে এই ঘটনা রাজনৈতিক কোনো কারণে ঘটেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছে টিটাগড় । গত বছরের অক্টোবর মাসে বিজেপি পার্টি অফিসের সামনে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন মনীশ শুক্ল। এর আগেও বেশ কয়েকবার বোমাবাজিতে উত্তপ্ত উত্তপ্ত হয়েছে টিটাগড়।

সম্পর্কিত পোস্ট