ত্রিপুরায় TMC নেতৃত্বের বঙ্গ মুখ, প্রদেশ নেতারা যেন ভ্যানিশ!

সরকারে থাকা বিজেপি, বিরোধী দল সিপিআইএমের কটাক্ষ

দ্য কোয়ারি ডেস্ক: পরপর সরকার বিরোধী আন্দোলন, সংঘর্ষ, জমজমাট সাংবাদিক সম্মেলন সবমিলে ত্রিপুরায় এখন তৃণমূল কংগ্রেসের বঙ্গীয় সংস্করণ চলছে। আশ্চর্যজনক ভাবে ভ্যানিস হয়ে যাচ্ছে প্রদেশ টিএমসি নেতারা।

গত কয়েকদিনে আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা, আমবাসায় হামলার শিকার টিএমসির পশ্চিমবঙ্গ যুব নেতা নেত্রীরা, তাদের গ্রেফতারি ঘিরে খোয়াই থানায় পুলিশের সঙ্গে টিএমসির পশ্চিমবঙ্গের নেতৃত্বের রণংদেহী মনোভাব দেখে ত্রিপুরায় প্রশ্ন স্থানীয় নেতারা কই ?

অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, মলয় ঘটক, কুনাল ঘোষ, দোলা সেন, জয়া দত্তদের মতো পশ্চিমবঙ্গের নেতা নেত্রীদের ভিড়ে ত্রিপুরার টিএমসি নেতা হিসেবে একমাত্র আলোচিত নাম সুবল ভৌমিক। যিনি সদ্য কংগ্রেস ছেড়ে এসেছেন। প্রদেশ টিএমসি সভাপতি আশীষলাল সিংহের দেখা তেমন মিলছে না।

এর মধ্যে তৃণমূল দাবি করেছে, এবার থেকে কলকাতার নেতা নেত্রীরা মাসাধিককাল ত্রিপুরায় অবস্থান করবেন। এ রাজ্যে টিএমসি যদি ক্ষমতায় আসে তাহলে ভূমিপূত্র হবেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় কে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসির হাল? এ প্রশ্ন উঠতে শুরু করেছে।

আগরতলার রাজনৈতিক মহলে গুঞ্জন যেভাবে পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা এসে জমি দখল করেছেন তাতে ত্রিপুরার নেতা নেত্রীদের একেবারে পকেটস্থ করে নেবেন তারা।

সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনের আগে টিএমসি ভেঙে যেভাবে বিজেপিতে গিয়েছিলেন নেতারা তাদের অনেকেই ফিরবেন। তারা ফিরলে ত্রিপুরায় টিএমসির তারকা নেতার অভাব হবে না। নাম না করে হেভিওয়েট বিজেপি বিধায়ক যাঁর সঙ্গে মুকুল রায়ের যোগাযোগ বিস্তর তাঁকেই সামনে রাখছে টিএমসি।

আগরতলায় সাংবাদিক সম্মেলনে টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি ছিল, যে কোনও মুহূর্তে সরকার ফেলে দিতে পারি। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মন্ত্রী ও বিধায়করা অনবরত যোগাযোগ করছেন। তবে গণতন্ত্রের স্বার্থে সরকারের পূর্ণ মেয়াদ চলা দরকার।

এদিকে গত কয়েকদিনে ত্রিপুরা হয়ে উঠেছে রাজনৈতিক আলোচনার কেন্দ্র। জাতীয়স্তরে তীব্র আলোড়ন এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।
রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের অবস্থান নিয়ে কটাক্ষ করেছে টিএমসি। বলা হয়েছে, সিপিআইএমের পক্ষে বিজেপিকে সরানো সম্ভব না। পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখেছে টিএমসি।

ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএমের বক্তব্য, টি়এমসি রাজনৈতিকভাবে কোনও অবস্থানেই নেই এ রাজ্যে। তবে তাদের নেতৃত্বের উপর হামলা গণতন্ত্রের পক্ষে লজ্জার বিষয়।

সম্পর্কিত পোস্ট