ফের আগরতলায় তৃণমূল প্রার্থীর উপর হামলা , প্রচারের শেষ দিনে উত্তেজনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরের পরের দিনই ফের আগরতলায় তৃণমূল প্রার্থীর ওপর হামলা। লঙ্কমুড়ায় তৃণমূল প্রার্থী গৌরী মজুমদারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ গৌরী মজুমদারের বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। প্রচারে শেষ দিনে ফের ত্রিপুরায় তৃণমূল প্রার্থী আক্রান্তের খবরে উত্তেজনা ছড়িয়েছে।

তৃণমূল প্রার্থী গৌরী মজুমদারের কথায় আমার বাড়িতে এসে বিজেপির রঞ্জিত মজুমদার হামলা করে। বাড়ির দরজা লাথি মেরে ভেঙে দিয়েছে। আমি ছুটে আসতেই বাইরে গুলি চালাতে শুরু করে। এরপরই বাইক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এ প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই। বিজেপি বুঝতে পেরেছে মানুষ অবাধ ভোট দিলে পুরভোটে বিজেপির অবস্থা অত্যন্ত শোচনীয় হতে পারে। তাই স্থানীয় নির্বাচনে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। লাগামছাড়া সন্ত্রাসে ত্রিপুরার মানুষ ভীত-সন্ত্রস্ত। তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। কিন্তু প্রশাসন সেটা করছে না। উল্টে তৃণমূল প্রার্থীর ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মহিলা প্রার্থীকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। গণতন্ত্র বিপন্ন।”

সম্পর্কিত পোস্ট