Siliguri Municipal Election: পছন্দ নয় প্রার্থী তালিকা, ফুঁসছে ঘাসফুল শিবির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূলের প্রার্থী বদল এর দাবিতে সরব এলাকাবাসীরা। বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনের ৪৭ টি প্রার্থীর নাম। শহরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রবীণ তৃণমূল নেতা প্রতুল চক্রবর্তীকে করা হয়েছে তৃণমূলের প্রার্থী। এই ওয়ার্ডে বিজেপির হয়ে প্রতিদ্বন্দীতায় নেমেছে গতবারের বাম প্রার্থী তথা এবারের বিজেপি ও শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ।

অন্যদিকে বামদের হয়ে প্রতিদ্বন্দিতায় নেমেছেন ইন্দজিৎ চন্দ্র। এলাকাবাসী ও তৃণমূল সমর্থকদের দাবি, গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে শঙ্কর ঘোষ পরাজিত করে। তা সত্ত্বেও দল তাকে ফের প্রার্থী হিসেবে বেছে নিয়েচ্ছে।

তৃণমূল সমর্থকদের দাবি মানুষ ও সহযোগী হিসেবে যুব তৃণমূল নেতা বিকাশ সরকারকে সবসময় পাশে থাকে। পুনরায় দলের প্রার্থী হিসেবে মানা সম্ভব নয় প্রতুল চক্রবর্তীকে। বিকাশ সরকার জানান, “আমি প্রার্থী হবো জেনে প্রস্তুতিও শুরু করেছিলাম। কিন্তু দল অন্য কাউকে যোগ্য মনে করেছে।”

Omicron Variant: দিল্লিকে টপকে আক্রান্তের নিরিখে শীর্ষে মুম্বই, ভারতে প্রথম ওমিক্রনের বলি ১

এই দাবি তুলে ২৪ নম্বর ওয়ার্ডে বিক্ষোভে শামিল হল বিক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা। সমর্থকদের দাবি প্রার্থী বদলে তৃণমূলে ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হোক যুব নেতা বিকাশ সরকারকে। প্রতিবাদে শিলিগুড়ির ফুলেশ্বরী থেকে এনজেপি যাওয়ার পথে রাস্তায় পথ অবরোধ করে নিজেদের দাবি নিয়ে সরব হয় বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।

২৮ নম্বর ওয়ার্ডেও অসন্তোষ শাসকদলের অন্দরে। সেখানে বাম কাউন্সিলর শর্মিলা দাসকে তৃণমূলে যোগদান করানো হলেও প্রার্থী তালিকায় তাঁর নাম নেই। এই পরিস্থিতিতে কেউ কেউ নির্দল হিসাবে লড়াই করার প্রস্তুতিও নিচ্ছেন বলেই সূত্রের খবর। তবে দলের তরফে বলা হয়েছে, যোগ্যরাই প্রার্থী হয়েছেন। দলের শৃঙ্খলা না মানলে বা কেউ নির্দল হিসাবে লড়লে তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

সম্পর্কিত পোস্ট