মন্ত্রীর উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে ভুল জাতীয় সংগীত গাইলেন TMC কাউন্সিলর, Viral video

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংগীত (National Anthem controversy)ভুল গাইলেন তৃণমূল নেত্রী (TMC leader)। বেশ কিছু শব্দ ভুল উচ্চারণ করে এবং বেসুরে অবলীলায় গাইলেন তিনি। পাশে ছিলেন দুই মন্ত্রী।

একজন প্রাক্তন এবং অন্যজন বর্তমান। সঙ্গে ছিলেন উপ-পুরপ্রধানও। তৃণমূল কাউন্সিলরের(TMC Councillor) ভুল জাতীয় সংগীত গাওয়া নিয়ে ভিডিও এখনই ভাইরাল (Viral video) হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার (Social Media)যাবতীয় প্ল্যাটফর্মে।

ঘটনাটি ঘটে কাঁথিতে। শুভেন্দু অধিকারীর (Suvendu ADHIKARI) খাসতালুক এলাকা যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ভোটে হেরেছেন। সেই কাঁথিতে যুব তৃণমূল কংগ্রেসের তরফে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। ওই মঞ্চেই ভুল জাতীয় সংগীত গাইলেন কাঁথি পুরসভার (Contai Municipality) সদ্য নির্বাচিত কাউন্সিলর রিনা দাস।

Imran Khan may resign today : সংখ্য়াগরিষ্ঠতা হারিয়ে যেকোনো মুহুর্তে ইস্তফা দিতে পারেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

ইতিমধ্যেই বিরোধীদল যথেষ্ট সরব হয়ে উঠেছে এই ঘটনায়। তারা রিনা দাসের বিরুদ্ধে জাতীয় সংগীত ভুল গাওয়ায় দেশাত্মবোধের অপমান হওয়ার অভিযোগ তুলছেন। ভুল জাতীয় সংগীত গাইলেন -এ বিষয়ে অভিযুক্ত রিনা দাস এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভুল জাতীয় সংগীত গাইলেন

একটি বিক্ষোভ সভায় বক্তব্য রাখছিলেন রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পুরসভার উপপ্রধান সুপ্রকাশ গিরি। এছাড়া সভাপতি তরুণ কুমার জানা সহ কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির বিভিন্ন তৃণমূল নেতারা।

অনুষ্ঠান শেষে জাতীয় সংগীতের মাধ্যমে যাবতীয় কর্মসূচির শেষ করার নির্দেশ দিয়েছিলেন যুব তৃনমূলের সভাপতি সুপ্রকাশ গিরি। তখনই মাইক নিয়ে গাইতে শুরু করলেন কাঁথি পুরসভার কাউন্সিলর রিনা দাস। কী ভুল গেয়েছিলেন তিনি?

ভিডিওতে দেখা গেছে জাতীয় সংগীতের লিরিক্স তিনি বেশ কয়েকবার ভুল উচ্চারণ করছেন। কখনো তিনি গাইছেন,” তব শুভ আশিস মাগে শুভাশিস জাগে”  কিংবা  ‘জনগণ মঙ্গলদায়ক’ এর জায়গায় গাইছেন, “জনগণমন অধিনায়ক”।

শোনা গেছে রিনা দাস শুধু তৃণমূল কাউন্সিলর নন, তিনি একজন পার্শ্ব শিক্ষিকাও বটে। স্বাভাবিকভাবেই একজন শিক্ষিকা হয়ে জাতীয় সংগীত ভুল গাওয়ার জন্য বিজেপি দলের অনেকেই তাঁকে নিয়ে ঠাট্টা করছেন।

সম্পর্কিত পোস্ট