কুর্সি দখলে রাজ্যের ৫ জেলায় বাড়তি নজর তৃণমূলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলায় ক্ষমতা অটুট রাখতে দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম মেদিনীপুর-পাঁচ জেলায় বিশেষ নজর তৃণমূলের। রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক বিধানসভা আসন রয়েছে এই পাঁচ জেলায়।

তাই এই পাঁচ জেলাকে টার্গেট করেছে ‘টিম তৃণমূল’। এছাড়া বিশেষ নজর থাকছে নদিয়াতেও। এই জেলাগুলিতে বিধানসভা আসনের সংখ্যা যথাক্রমে ৩৩, ৩১, ২২,১৬, ১৯। নদিয়াতে আসন সংখ্যা ১৭।

এই পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব দেওয়ার আর একটি বড় কারণও রয়েছে। এই পাঁচ জেলায় রয়েছে সংখ্যালঘু ও দলিত ভোটারদের সংখ্যাধিক্য। বিজেপি রুখতে প্রশাসন এবং দলের তরফে এখানে একাধিক জনসংযোগ কর্মসূচি নিয়েছে তৃণমূল।

তবে এই পাঁচ জেলায় শক্তি বাড়াতে নতুন কর নকশা তৈরি করেছেন পিকের টিম। তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতার কথায়, “সবাই বলছে উত্তরবঙ্গে বিজেপির ব্যাপক হাওয়া।

কিন্তু উত্তরের সাত জেলা মিলিয়ে আসন কত? মাত্র ৫৪টা। অথচ এক উত্তর ২৪ পরগনা জেলায় রয়েছে ৩৩ আসন। ৩১টি দক্ষিণে। যেখানে তৃণমূলেরই আধিপত্য। তাই বড় পাঁচ জেলাকেই টার্গেট করেছেন নেত্রী।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/election-day-could-be-announced-in-february-hinted-by-the-by-election-commissioner/

জানা গিয়েছে, কৌশল হিসাবে জনসংযোগে বাড়তি গুরুত্ব তোলা হয়েছে। স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান প্রকল্পকে সামনে রেখে ইতিমধ্যেই ‘ডোর টু ডোর’ ক্যাম্পেনে শামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষত পঞ্চায়েত এবং পুরসভার সদস্যদের এই কাজের নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, সরকারি ক্যাম্পগুলিকেও সফল করতে দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি ব্লকে ১৫টি জনসভা করারও নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।

সম্পর্কিত পোস্ট