Goa Assembly Election : প্রথমবার গোয়ার ভোটে লড়াই করেই চমকে দিতে চলেছে তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃতীয়বার বাংলার ক্ষমতায় ফেরার পর তৃণমূলের এখন প্রধান লক্ষ্য সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী প্রধান দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যেই সর্বশক্তি দিয়ে গোয়ার নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে তারা।
যদিও এই নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের কম কটাক্ষ সহ্য করতে হয়নি। কিন্তু পাঁচ রাজ্যের নির্বাচন পর্ব শুরু হওয়ার আগে শেষ সমীক্ষা বলছে প্রথমবার গোয়ার ( Goa Assembly Election ) নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেই তাক লাগানো ফল করতে চলেছে তৃণমূল কংগ্রেস।
বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের করার সমীক্ষার নির্যাস থেকে যা উঠে এসেছে তা হল, তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির জোট সর্বোচ্চ ১২ টি আসনে জয়ী হতে পারে। খুব খারাপ ফল হলেও এই জোটকে একেবারে নিরাশ করবে না গোয়ার মানুষ। সেক্ষেত্রেও তৃণমূলের নেতৃত্বাধীন জোটের কমপক্ষে ৩ টি আসনে জয়ী হওয়ার কথা।
Cooch Behar Airport : কোচবিহার বিমানবন্দরে বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরু করতে উদ্যোগী রাজ্য
Goa Assembly Election
এই আসন সংখ্যা গোয়ার বিধানসভা কেন্দ্রের নিরিখে মোটেও কম নয়। মাত্র ৪০ টি বিধানসভা আসন আছে গোয়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের হিসেব যদি মিলে যায় তবে তৃণমূল নেতৃত্বাধীন জোটকে বাদ দিয়ে কেউ সরকার গঠন করতে পারবে না। এমনকি তৃণমূলের পক্ষ থেকে কেউ গোয়ার মুখ্যমন্ত্রীও হতে পারেন!
কারণ কংগ্রেস বা বিজেপি যেই বৃহত্তম দল হোক না কেন তারাও সর্বোচ্চ ১৬-১৮ টি আসনে জয়ী হতে পারে। অর্থাৎ তৃণমূলের সাহায্য ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না। স্বাভাবিকভাবেই বিজেপিকে ঠেকাতে তৃণমূলের নেতৃত্ব মেনে নিতে বাধ্য হবে কংগ্রেস। ভোট শুরু হওয়ার আগের এই শেষ সমীক্ষা-রিপোর্ট সাধারণ তৃণমূল কর্মীদের উজ্জীবিত করার জন্য যথেষ্ট।