লালবাড়ি দখলে হ্যাটট্রিক, মা-মাটি-মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভার ভোটে বিপুল জয় রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত সফরে আসাম রওনা হওয়ার আগে বাড়ির বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আমি সকল মানুষ ও ভাই-বোনদের প্রণাম, অভিনন্দন এবং সেলাম জানাই। গণ উৎসবের মতো করে এই নির্বাচন হয়েছে। এটা গতন্ত্রের জয়। উৎসবের মতো করে ভোট হয়েছে। গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আমরা মা-মাটি-মানুষের কাছে কৃতজ্ঞ। আপনারা যত আশীর্বাদ দেবেন, তত মাথা নত করে কাজ করব। কলকাতা আমাদের গর্ব। বাংলা আমাদের গর্ব। কলকাতা এবং বাংলাই দেশকে পথ দেখাবে।”

কাজের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড পৌঁছবে জনতার দরবারে, নাগরিক পরিষেবায় বদ্ধপরিকর ফিরহাদ

একযোগে বিজেপি, কংগ্রেস এবং বামেদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিজেপি, কংগ্রেস, সিপিএম মানুষের ভোটে হেরেছে। এই রায় আমাদের উন্নয়নের জন্য কাজ করতে আরও সাহায্য করবে। আমরা মাটির কাছাকাছি থাকা মানুষ। তাই এই ফলাফল। বিজেপি ভোকাট্টা। সিপিএম নোপাত্তা। কংগ্রেস স্যান্ডউইচ হয়ে গিয়েছে।”

কলকাতা পুরসভার ভোটে শাসক দল তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। ১৩৩ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজেপি ৩টি ওয়ার্ডে, বামফ্রন্ট এবং কংগ্রেস ২ টি করে ওয়ার্ডে জয়ী হয়েছেন।নির্দল প্রার্থীরা ৩টি ওয়ার্ডে জয়ী হয়েছেন।

সম্পর্কিত পোস্ট