সাংগঠিক বিরাট রদবদলঃ ভাঙল একাধিক জেলা , বদল হল সভাপতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একুশের নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এক পদ এক নীতি কে প্রাধান্য দেওয়া হবে। ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে এদিন দলের নতুন সাংগঠনিক পদপ্রাপ্তির তালিকা প্রকাশ করে দিল তৃণমূল।

সংগঠনকে শক্তিশালী করে তুলতে মন্ত্রীদের জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে। তেমনি এক একটি জেলা সংগঠনকে সুদৃঢ় করে তুলতে জেলার মধ্যে এলাকা ভেঙে নতুন সাংগঠনিক জেলা করা হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো বড় জেলাগুলিকে ২-৩টি ভাগে ভেঙে দলের সংগঠন শক্তিশালী করে তোলার লক্ষ্য নিয়েছে তৃণমূল।

উত্তরবঙ্গের কোনও জেলাকে নতুন করে ভাগ করা হয়নি। দার্জিলিংয়ের ক্ষেত্রে পাহাড় ও সমতল দুটি পৃথক পৃথক সংগঠন আগেও ছিল, এবারেও রাখা হয়েছে। তবে বদল আনা হয়েছে দক্ষিনবঙ্গের বেশির ভাগ জেলার ক্ষেত্রেই।

মুর্শিদাবাদ জেলাকে ভাগ করা হয়েছে দুই ভাগে। জঙ্গিপুর জেলা সংগঠন ও বহরমপুর-মুর্শিদাবাদ জেলা সংগঠন। নদিয়া জেলাও ভাগ হয়েছে দুইভাগে। নদিয়া উত্তর বা কৃষ্ণনগর জেলা সংগঠন ও নদিয়া দক্ষিনের রানাঘাট জেলা সংগঠন।

উত্তর ২৪ পরগনা জেলাকে ভাগ করা হয়েছে ৪টি সাংগঠিক জেলায়। দমদম-ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট ও বারাসত সাংগঠনিক জেলায়। ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা কমিটির সভাপতি করা হয়েছে পার্থ ভৌমিককে। তিনি নৈহাটির বিধায়ক।

জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব

বারাসত জেলা সাংগঠনিক কমিটির সভাপতি করা হয়েছে অশনি মুখোপাধ্যায়কে। বসিরহাট জেলার সভাপতি হয়েছেন সরোজ বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আলোরানি সরকারকে।

কলকাতাকে ভাগ করা  হয়েছে কলকাতা উত্তর ও দক্ষিন সাংগঠনিক জেলায়। দক্ষিন ২৪ পরগনা জেলা সংগঠন ভাগ হয়েছে সুন্দরবন ও যাদবপুর-ডায়মণ্ডহারবার জেলায়।

পূর্ব মেদিনীপুর জেলা সংগঠনকে তমলুক ও কাঁথি এই দুই সাংগঠনিক জেলায় এবং পশ্চিম মেদিনীপুরকে ঘাটার ও মেদিনীপুর এই দুই সাংগঠনিক জেলায় ভাগ করা হয়েছে। বাঁকুড়া জেলা সংগঠনকে বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই জেলায় ভাগ করা হয়েছে।

হুগলি জেলা সংগঠনকে ভাগ করা হয়েছে আরামবাগ ও হুগলি-শ্রীরামপুর এই দুই সাংগঠনিক জেলায়। হাওড়া জেলা সংগঠন অবশ্য আগের মতোই হাওড়া সদর ও হাওড়া গ্রামীণ সংগঠনে বিভক্ত থাকছে।

নদিয়া জেলা সভাপতি পদ থেকে সরানো হল সাংসদ মহুয়া মৈত্রকে। হাওড়া জেলা সভাপতি পদ থেকে অরূপ রায় এবং হাওড়া গ্রামীন জেলা সভাপতি পদ থেকে সরলেন পুলক রায়। পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি পদ থেকে সরানো হল মন্ত্রী সৌমেন মহাপাত্রকে।

সম্পর্কিত পোস্ট