TMC in Tollywood : তৃণমূলের রাজ্য কমিটিতে টলিউডের দাপট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টলিউডের ( TMC in Tollywood ) সুসম্পর্ক বহুদিনের। তিনি নিয়মিত বাংলা সিরিয়াল দেখেন। মঞ্চে দাঁড়িয়ে গরগর করে সিরিয়ালের চরিত্রদের কথা বলে দিতে পারেন। তাপস পাল, শতাব্দী রায় বা এর কিছুদিন পর মুনমুন সেন, সন্ধ্যা রায়, দেব’দের সাংসদ করে দিল্লিও পাঠিয়েছেন।

শুধু যে টলিউড তাঁর নজরে থাকে তাই নয়, বাংলা নাট্যজগৎও তৃণমূল নেত্রীর স্নেহের স্পর্শ থেকে বঞ্চিত হয় না। অর্পিতা ঘোষ, ব্রাত্য বসু সেই তালিকার প্রকৃষ্ট উদাহরণ। আবার নতুন প্রজন্মের কৌশানী মুখার্জী, সায়নী ঘোষরাও তৃণমূল নেত্রীর যথেষ্ট প্রিয়।

এতদিন টলিউড তারকাদের তৃণমূলের সংসদীয় রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা যেত। তবে তারকাদের এবার বেশি করে দলীয় সংগঠনেও নিয়ে আসছেন। মঙ্গলবার নজরুল মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যে নতুন রাজ্য কমিটি ঘোষণা করলেন সেখানে এক ঝাঁক তারকা জায়গা পেয়েছেন।

Dol Utsab 2022 : দোল এবং হোলি উপলক্ষে নৈশ বিধিনিষেধে ছাড়, করোনা রোগী মুক্ত বেলেঘাটা ID

বর্তমান বাংলা নাট্যজগতের অন্যতম প্রাণপুরুষ ও তারকা ব্রাত্য বসু এই মুহূর্তে রাজ্যের শিক্ষা দফতরের মতো অতি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে সামলাচ্ছেন। তাঁকেই এবার দলের অন্যতম সহ-সভাপতি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকাতে নাম আছে প্রসেনজিৎ চ্যাটার্জি পরবর্তী টলিউডের মহাতারকা দেবের। বীরভূমের সাংসদ শতাব্দী রায়কেও রাজ্য কমিটির অন্যতম সহ-সভাপতি করেছেন।

বালুরঘাটের প্রাক্তন সাংসদ তথা নাট্যপরিচালক অর্পিতা ঘোষ রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক হয়েছেন।

TMC in Tollywood

টলিউড থেকে তৃণমূলের ( TMC in Tollywood ) রাজ্য কমিটির সম্পাদক হয়েছেন জুন মালিয়া, কৌশানী মুখার্জী, লাভলি মৈত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুভদ্রা মুখার্জী। একজন-দু’জন নয়, এক ধাক্কায় টলিউডের পাঁচ মহিলা মুখকে দলের রাজ্য সম্পাদক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই তালিকার নাম আছে স্বরূপ বিশ্বাসের‌ও। তিনি অভিনেতা বা পরিচালক না হলেও দীর্ঘদিন ধরে টলিউডের টেকনিশিয়ানদের নিয়ে সংগঠন করছেন। তাই স্বরূপকেও টলিউডের প্রতিনিধি হিসেবেই বিবেচনা করা উচিৎ।

এছাড়া যুব তৃণমূলের রাজ্য সভাপতি পদে বহাল থাকলেন সায়নী ঘোষ। তৃণমূলের সাংস্কৃতিক শাখার প্রধান হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।

সব মিলিয়ে তৃণমূলের রাজ্য কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে টলিউডের (  TMC in Tollywood ) ১২ জন প্রতিনিধি জায়গা পেয়েছেন। এটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, পরিচিতদের ব্যবহার করে মানুষের কাছে সহজে পৌঁছানো যায় তাই তাদের প্রতি আস্থা রেখেছেন মমতা।

পাশাপাশি সংস্কৃতি জগতের মানুষ হওয়ায় তাঁরা এমনিতেই সাংগঠনিক বিষয়ে বেশ দক্ষ হন। তাঁদের সেই দক্ষতাকে কাজে লাগানোর চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। সেই কারণেই দলের রাজ্য কমিটিতে এক ধাক্কায় এতজন টলিউড ও নাট্যজগতের মুখে নিয়ে এলেন তিনি।

সম্পর্কিত পোস্ট