চলতি মাসেই বিজেপিকে ‘বুঝে নিতে’ আগরতলায় জনসভা অভিষেকের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নভেম্বর মাসে রয়েছে ত্রিপুরার পুরসভা নির্বাচন (Municipal Election)। পুরসভা নির্বাচনকে সামনে রেখেই প্রচার সারতে চাইছে তৃণমূল (TMC)। তারই জন্য দলের প্রচারে শান দিতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে ত্রিপুরা (Tripura) যাচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

চলতি মাসের ৩১ অক্টোবর ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন রাস্তায় জনসভা করবেন তিনি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরায় সম্প্রতি এক বিশেষ কর্মসূচি শুরুর দিনেই আক্রান্ত হন সুস্মিতা দেব।৩১ তারিখ ত্রিপুরার মাটি থেকে দাঁড়িয়ে তারই কড়া জবাব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সম্প্রতি ত্রিপুরার বিশেষ কর্মসূচি চালু করেছে ঘাসফুল শিবির। ২০ শহর এবং ৫৮ টি ব্লকের মানুষের কাছে পৌঁছাতে জনসংযোগে বিশেষ জোর দিচ্ছে ঘাসফুল শিবির। ঠিক যেভাবে ‘দিদিকে বল’ কর্মসূচির কায়দায় পশ্চিমবঙ্গে বাজিমাত করেছে ঘাসফুল শিবির, ঠিক একই চালে ত্রিপুরার মাটিতে ঘাসফুলের বিস্তার ঘটাতে চাইছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা।

ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে আবেদন জমা দিলেন রাহুল দ্রাবিড়

পাশাপাশি একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরার মানুষকে যে বার্তা দিতে চান তাও পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। ইতিমধ্যে কর্মসূচি শুরুর প্রথম দিনেই আক্রান্ত হন সুস্মিতা দেব।

তৃণমূলের তরফে অভিযোগ, কর্মসূচি চলাকালীন একদল দুষ্কৃতী সুস্মিতা দেবের গাড়ির উপর আক্রমণ শানায়। এবং এরা প্রত্যেকেই বিজেপি আশ্রিত। প্রসঙ্গত এটা প্রথমবার নয়। এর আগেও দেবাংশু-সুদীপ রাহার ও জয়া দত্তের ওপর হামলা চালানো হয়েছিল। হামলা চালানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ত্রিপুরার পাশাপাশি গোয়াতে একইরকমভাবে তৃণমূলের পোস্টার এবং ব্যানারে কালি লেপে দেওয়ার পাশাপাশি ছিঁড়ে ফেলা হয়েছে তা ।সব মিলিয়ে ৩১ তারিখ ত্রিপুরার মাটি থেকে বিজেপিকে কড়া বার্তা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট