যাঁরা মনে করছেন বিজেপি-তে গেলেই জিতে যাব, তাঁদের অভিনন্দনঃ কাকলি ঘোষ দস্তিদার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দল বদলের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। একে একে শুভেন্দু, শীলভদ্র -সহ অনেক তৃণমূল নেতা ইস্তফা পত্র মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়ে গেরুয়া শিবিরের পথে পা বাড়িয়ে রয়েছেন।

এই পরিস্থিতিতে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নেতাদের দল বদল থেকে কৃষক আন্দোলন একাধিক ইস্যুতে বিরোধীদের প্রতি আজ ক্ষোভ উগড়ে দিয়েছেন কাকলি।

তিনি বলেন, রাজনৈতিক চেতনার অধঃপতন হয়েছে, তাই কিছু নেতা তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাচ্ছেন।
কাকলি বলেন, যাঁদের রাজনৈতিক চেতনার অধঃপতন হয়েছে তাঁরাই বিজেপি-তে যাচ্ছেন। তাঁরা ভাবছেন, বিজেপি-তে গেলে হয়তো জিতে যাবেন। কিন্তু ভুল ভাবছেন। বিজেপি-র মতো ধর্মান্ধ ও সাম্প্রদায়িক দলকে বাংলার মানুষ মেনে নেবে না।

তিনি আরও বলেন, ওঁরা আদর্শচ্যুত হয়েছেন। বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে তাঁদের অস্বচ্ছতা প্রকাশিত হবে। সেই কারণে বিধানসভা ভোটে তৃণমূল তাঁদের টিকিট দিত না, তাই বিজেপি-তে গিয়ে নাম লিখিয়েছেন ওঁরা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/adi-vs-new-conflict-posters-in-the-name-of-new-bjp-workers-in-gaighata/

দলত্যাগী নেতাদের উদ্দেশে কাকলির মন্তব্য, যাঁরা মনে করছেন বিজেপি-তে গেলেই জিতে যাব, তাঁদের অভিনন্দন জানাই। যে দল সব কিছু দিল সেই দলের সঙ্গে বেইমানি বাংলার মানুষ ভাল ভাবে নেবে না। আসা-যাওয়ার মধ্যে টেবিলের তলায় কী দেনা-পাওনা হল বাংলার মানুষ সব জানে।

তাঁর মতে, এত বছরে ওঁরা বাংলায় নেতা তৈরি করতে পারলেন না। যার কারণে বিপুল টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশৃঙ্খল দল ভাঙাতে হচ্ছে।

সম্পর্কিত পোস্ট