তৃণমূলের ‘ক্রাইসিস ম্যানেজার’ রাজীব বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা, আমফান পেরিয়ে এবার বিধানসভা ভোটের ঘণ্টা পড়ার অপেক্ষা। রাজ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রস্তুতি চালাচ্ছে সবদলই। দীর্ঘদিন ধরে বাকি পরে আছে উত্তরবঙ্গের ফালাকাটা আসনের উপনির্বাচন।

ক্যানসার আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস বিধায়ক অনিল অধিকারীর। সেই থেকেই খালি পরে রয়েছে আসনটি। করোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়া গ্রহণ করা যায়নি।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনে গত লোকসভা নির্বাচনে ব্যাপক লিড নেয় বিজেপি। উত্তরের এই আসনটিকে নিজেদের দখলে রাখতে তৃণমূল কংগ্রেস দায়িত্ত্ব দিয়েছে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে । আর দায়িত্ব নিয়েই চেনা ছন্দে কাজ শুরু করেছেন তিনি।

যে ভাবে কালিয়াগঞ্জ আসনটিকে একক দক্ষতায় জিতিয়ে এনেছিলেন, ঠিক সেই ভাবেই ফালাকাটা আসনটিকেও ধরে রাখতে চাইছেন তিনি।  ইতিমধ্যেই বিভিন্ন জনসভা থেকে দুর্নীতিগ্রস্ত নেতা, কর্মীদের বারবার ভৎসনা করেছেন।

দল বা মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে কোন আপোষ করবে না, কেউ কোন খারাপ, অসৎ কাজে যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন।

আবেদন করেছেন সমস্ত দ্বন্দ্ব ভুলে সকলকে একসঙ্গে ঝাঁপানোর। মানুষের বাড়ি বাড়ি পৌঁছে তাঁদের ক্ষোভের কথা শোনার নির্দেশ দিয়েছেন।

স্বচ্ছ ভাবমূর্তি, শিক্ষিত, মার্জিত ব্যবহার রাজীবের আলাদা গ্রহণ যোগ্যতা তৈরি করেছে জনমানসে। মাস কয়েক আগেই দুর্নীতি নিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল হাওড়ার প্রাক্তন জেলা সভাপতি অরূপ রায়ের বিরুদ্ধেও।

সাংগঠনিক রদবদলের সময় অরূপ রায়কে তাঁর পদ থেকে সরিয়ে দেয় দল। তাঁকে করে দেওয়া হয় জেলার চেয়ারপার্সন। নতুন সভাপতি নির্বাচিত হন লক্ষ্মী রতন শুক্লা। সেই কাজেও সাধারণের কাছে দারুণ প্রশংসিত হয়েছিলেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/where-is-the-thought-of-the-tmc-2021-assembly-election/

প্রাক্তন ম্যানেজমেন্ট ছাত্র রাজীব ক্রমেই দলের কাছে ‘ক্রাইসিস ম্যানেজার’ হয়ে উঠছেন। লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রেটি জিততেও বড় ভূমিকা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

ডোমজুড় বিধানসভা কেন্দ্রের মানুষ দলমত নির্বিশেষে প্রশংসা করেন তাঁর। নিয়মিত পার্টি অফিসে দলীয় কর্মীদের নিয়ে বসেন তিনি। লকডাউনে নিয়মিত মানুষের সেবা করেছেন। কখনও তুলে দিয়েছেন খাদ্যদ্রব্য কখনও নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর নেতাদের কথায় হাওড়া জেলায় তাঁর রাজনৈতিক সত্ত্বাকে আর একটু বেশি ব্যবহার করলে উপকৃত হবে দল। বাড়বাড়ন্ত অনেকটাই কমবে গেরুয়া শিবিরের।

সম্পর্কিত পোস্ট