ত্রিপুরায় হামলার প্রতিবাদ,সংসদে গান্ধী মূর্তির নিচে ধর্নায় TMC
ত্রিপুরায় বিজেপি বিরোধী তৃণমূল নাটকের চিত্রনাট্য তৈরি হয়েছে নাগপুরে: বিকাশ ভট্টাচার্য
দ্য কোয়ারি ডেস্ক: ত্রিপুরায় দলীয় নেকা কর্মীরা আক্রান্ত। সে রাজ্যের শাসক দল বিজেপি বিরুদ্ধে বারবার হামলার অভিযোগ করছে টিএমসি।
প্রতিবাদে সোমবার সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে ধর্না বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। টিএমসির দাবি ত্রিপুরায় গণতন্ত্র লুণ্ঠিত। ত বিরোধী নেতা, মন্ত্রী, কর্মীরা কোনও কর্মসূচিতে গেলে বিজেপি বাধা দিচ্ছে বলে অভিযোগ।
রবিবার দিনভর ত্রিপুরার খোয়াই থানায় টিএমসি নেতা কর্মীদের ছাড়ানো নিয়ে বিস্তর বচসা হয় পুলিশ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। পরে আদালতে যাওয়ার পথে আক্রান্ত হয় টিএমসি নেতাদের গাড়ি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদ উত্তাল হবে।
আগামী বিধানসভা ভোটে ত্রিপুরাকে পাখির চোখ করে সে রাজ্যে ভোটে নামতে চলেছে টিএমসি।