মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোট পরবর্তী হিংসার জন্য মিঠুন চক্রবর্তী এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনেছেন উত্তর কলকাতা যুব তৃণমূল।

চলতি বছরে নির্বাচনের আগে ব্রিগেডের সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেদিনের জনসভার ভাষণে নিজের অভিনীত ছবির একটি সংলাপ ব্যবহার করেছিলেন তিনি। একইভাবে অন্যান্য জায়গার প্রচারে ইশারায় সেই সংলাপ ব্যবহার করে মিঠুন চক্রবর্তী।

এফআইআরে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর সংলাপের জেরেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এমনকি ওই সংলাপ ব্যবহার করে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন তিনি। এমনটাও উল্লেখ করা হয়েছে এফআইআরে।

একইসঙ্গে অভিযোগ দায়ের করা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। অভিযোগ, প্রচারের মঞ্চ থেকে ‘জায়গায় জায়গায় শীতলকুচি’ –র কথা উল্লেখ করেন তিনি। সেকারণেই হিংসা ছড়িয়েছে একাধিক জায়গায়।

এমনিতেই ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্যে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। একে অপরের দিকে এবিষয়ে কাদা ছোঁড়াছুড়ি করতে শুরু করেছে তৃণমূল এবং বিজেপি। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দিনেই নিহত বিজেপি কর্মীদের বাড়ি ঘুরে যান সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়াও করেছেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তুলেছেন তিনি। এমনকি তিনি বলেন, “মানুষের রায় বিজেপিকে মেনে নিতে হবে”। বৃহস্পতিবার নবান্ন থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট