মানিক গ্রেফতার, শিক্ষা দুর্নীতিতে ইডি হেফাজতে আর এক বড় তৃণমূল নেতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে গ্রেফতার হলেন মানিক ভট্টাচার্য। গত দেড় মাসের টানাপোড়েন শেষে মঙ্গলবার সাতসকালে তাঁকে গ্রেফতারের কথা জানায় ইডি। প্রাথমিক শিক্ষা পর্ষদের এই প্রাক্তন সভাপতির বিরুদ্ধে টেট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে‌ই মানিককে পর্ষদ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, মানিক ভট্টাচার্য নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক‌ও।

বরাবরের ‘পিচ্ছিল’ মুলায়ম ভুগিয়েছিলেন মমতাকেও

সূত্রের খবর, সোমবার দুপুরে মানিককে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। সারারাত জেরা চলে। যদি ইডি সূত্রে খবর, তদন্তে মানিক ভট্টাচার্য বিন্দুমাত্র সহযোগিতা করেননি। তারপর‌ই দিল্লির বড় কর্তাদের সঙ্গে কথা বলে তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর এখানকার আধিকারিকরা। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ায় মানিককে গ্রেফতার করতে আইন‌ত কোন‌ও বাধাও ছিল না।

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর‌ও মানিককে জেরা করে ইডি। এরপরই তাঁকে গ্রেফতারের তোরজোড় শুরু হয়। এর‌ই মাঝে সুপ্রিম কোর্টে গিয়ে ১০ দিনের রক্ষাকবচ নিয়ে আসেন মানিক। সেই রক্ষাকবচের মেয়াদ ফুরোতেই তাঁকে গ্রেফতার করল ইডি।

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় দুর্নীতি করার অভিযোগ আছে। ইতিমধ্যেই এই মামলায় শ’খানেক শিক্ষকের চাকরি বাতিল করেছে আদালত। শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর তিনি তৃণমূলের দ্বিতীয় জনপ্রতিনিধি যাকে গ্রেফতার করল ইডি।

সম্পর্কিত পোস্ট