করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বিধায়ক সমরেশ দাশ
দ্য কোয়ারি ডেস্ক: রাজনৈতিক লড়াই জারি ছিল। তার সঙ্গে জারি ছিল করোনার সঙ্গে লড়াই।
অবশেষে মারন ভাইরাসের কাছে হেরে গেলেন এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস।
সোমবার ভোরে কলকাতার এক বেসরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়ান রাজনৈতিক নেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল।
কয়েকদিন আগেই করোনা পজিটিভ রিপোর্ট আসে তৃণমূল বিধায়কের। অন্যান্য শারিরীক সমস্যার কারণে তাঁকে পাশকুড়ার হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু সমরেশ বাবুর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে শুরু করে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।
কোমর্বিডিটির কারণে শারীরিক অবস্থার আরও অবনতি হতে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এগরার বিধায়ককে।
কিন্তু লড়াইয়ে হেরে গেলেন। সোমবার ভোর চারটে পনেরো নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।
এদিন তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।