সময় দেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নর্থ ব্লকের সামনে ধর্নায় তৃণমূলের সাংসদরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  রবিবার রাতেই তৃণমূল কংগ্রেসের প্রায় ১৬ জন সাংসদ দিল্লি পৌঁছে যাচ্ছেন। সোমবার সকাল থেকেই তাঁরা দিল্লিতে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে বর্বরতার অভিযোগ তুলে ধর্নায় বসার কথা ছিল। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার সময় চাইলেও মেলেনি সময়। এরই প্রতিবাদে নর্থ ব্লকের সামনে ধর্নায় বসেন তারা।

Abhishek Banerjee in Tripura: মেলেনি মিছিলের অনুমতি, পথসভায় ছাড় ; তটস্থ প্রশাসন

এদিন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, গত ৪ মাস ধরে গণতন্ত্রের ওপর এই হামলা চলছে। বিজেপি চায় গুন্ডা ও পুলিশের মাধ্যমে টিএমসির কর্মসূচি বন্ধ হোক। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। বিজেপি ভীত। ত্রিপুরায় তাদের পায়ের নিচ থেকে মাটি পিছলে যাচ্ছে।

প্রসঙ্গত এদিন ত্রিপুরায় পুলিশি বর্বরতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চান তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। সৌগত রায় জানান, অ্যাপয়েন্টমেন্ট পাইনি। উনি সময় না দিলে আমরা ধর্নায় বসতে বাধ্য হব।

সেই কথা মত এমন হাই সিকিউরিটি জোনে সাংসদরা ধরনায় বসে পড়ায় ছুটে যান পুলিশ ও নিরাপত্তা কর্মীরা৷ তৃণমূল সাংসদদের বুঝিয়ে তাঁদের ধরনা তোলার আবেদন জানান৷ কিন্তু অমিত শাহের সঙ্গে দেখা না করে সেখান থেকে কেউ নড়বেন না বলে জানিয়ে দেন তৃণমূল সাংসদরা৷

সম্পর্কিত পোস্ট