রাজ্যপাল সাহেব দয়া করে আর ফিরবেন না, রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ মহুয়া মৈত্রের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজভবনে ৫১ জন বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকের পরেই মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। রাজ্যপালের এই দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।
নিজের টুইটার হ্যান্ডেলে মহুয়া লেখেন, আঙ্কেলজি বলছেন দিল্লি যাচ্ছেন। রাজ্যপাল সাহেব দয়া করে আর ফিরবেন না।

মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রাজ্যকে দেওয়া কড়া চিঠিতে রাজ্যপাল জানান, বাংলায় ভোট পরবর্তী হিংসা, রক্তপাত থামছে না। এতে মানবধিকার লঙ্ঘন হচ্ছে।

তিনি আরও বলেন, নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি লঙ্ঘন হয়েই চলেছে। বারবার দৃষ্টি আকর্ষণের পরেও মুখ্যমন্ত্রী নীরব। প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
রাজ্যপালের চিঠির জবাবে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়, নিয়ম ভেঙে রাজ্যকে চিঠি দিয়েছেন রাজ্যপাল। চিঠির বিষয়বস্তুর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। পুরোটাই মনগড়া। যেভাবে বিষয়গুলি তুলে ধরা হচ্ছে তাতে রাজ্য সরকার স্তম্ভিত।

রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের মাঝেই মহুয়া মৈত্রের টুইট ঘৃতাহুতি দিয়েছে। যদিও রাজ্যপালের সঙ্গে শাসক দলের সংঘাতের ঘটনা নতুন কিছু নয়। ছয় জন ওসিডি অফিসারদের নিয়োগকে কেন্দ্র করে রাজ্যপালের বিরুদ্ধে পারিবারিক অভিযোগ তোলেন মহুয়া মৈত্র। পাল্টা রাজ্যপাল বলেন, ছয় ওসিডি অফিসারের সঙ্গে তাঁর পারিবারিক যোগাযোগ নেই। রাজ্যের আইনশৃঙ্খলা থেকে নজর ঘোরাতে এই কাজ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট