দিল্লির যাচ্ছেন শতাব্দী, বিজেপি যোগের জল্পনা তুঙ্গে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গতকালই নিজের ফেসবুকের ফ্যান পেজে নিজের রাজনৈতিক অভিমত নিয়ে একটি পোস্ট করেন তৃণমূল সাংসদ শতাব্দি রায়। দলের হয়ে কাজ করতে দেওয়া হচ্ছে না অভিযোগ তুলেছিলেন তিনি। শনিবার দুপুর দুটো নাগাদ নিজের ফেসবুকে নিজের অবস্থান স্পষ্ট করবেন জানিয়েছিলেন তিনি। এবার তারই জল্পনা বাড়িয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি।

তবে কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি? সেই জল্পনা অবশ্য জইয়ে রেখে বীরভূমের সাংসদ জানিয়েছেন, দিল্লিতে পরিচিত কারোর সঙ্গে দেখা হতেই পারে। তবে তিনি বিজেপিতে যাচ্ছেন কি না তা এখনও স্পষ্ট নয়।

তবে কি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিলেন তৃণমূল সাংসদ? যদিও এই প্রসং এড়িয়ে গিয়েছেন তৃণমূল সাংসদ নিজেই।

শুক্রবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল সাংসদ বলেন, “ইদানিং আমাকে অনেকে প্রশ্নও করেছেন কেন আমাকে বহু কর্মসুচীতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসুচীর খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাবো কি করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়”। তৃণমূল সাংসদের এই ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি দল ছাড়তে চলেছেন তিনি? এবিষয়ে এখনও কিছু স্পষ্ট কিছু জানা যায়নি।

যদিও ফেসবুক পোস্টের শেষে তৃণমূল সাংসদ জানিয়েছেন, “সাংসদ অনেক পরে, তার অনেক আগে থেকেই শুধু শতাব্দি রায় হিসাবে বাংলার মানুষ আমাকে ভালোবেসে এসেছেন। আমিও আমার কর্তব্য পালনের চেষ্টা করে যাব। যদিও কোনও সিদ্ধান্ত নিই আগামী ১৬ জানুয়ারি, ২০২১ শনিবার দুপুর দুটোয় জানাব”।

সমস্যা থাকলে কথা বলে মিটিয়ে নেওয়া দরকার। এমনটাই দাবী করছেন তৃণমূলের একাংশ।

সম্পর্কিত পোস্ট