“দেশের নেত্রী কে, মমতা ব্যানার্জি আবার কে, দেশের গুন্ডা কে, নরেন্দ্র মোদি আবার কে ”- স্লোগানে মুখরিত সংসদ চত্ত্বর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরায় তৃণমূল নেতাদের ওপর হামলার প্রতিবাদে এবং গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়ে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় তৃণমূল সাংসদরা। এদিন গান্ধী মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ শুরু করে এ রাজ্যের শাসক দল।

বিক্ষোভ থেকে স্লোগান ওঠে ” দেশের নেত্রী কে, মমতা ব্যানার্জি আবার কে। দেশের গুন্ডা কে, নরেন্দ্র মোদি আবার কে ।”

শুধু সংসদের বাইরে না, সংসদের ভেতরেও সরব হবে তৃণমূল। এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে। সূত্রের খবর সোমবার রাতে দিল্লিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর বিজেপির হামলার যে প্রতিবাদ হওয়ার কথা ছিল তা হয়নি। তবে ১৪ জন যুব তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার পর ত্রিপুরার রাজনীতি ক্রমশ সরগরম হয়ে উঠছে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে Covid মোকাবিলায় সমীক্ষা চালাবে রাজ্য

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা হয়েছে। এদিনের প্রতিবাদে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় সহ অন্যান্যরা।

গোটা ঘটনার নিয়ে সরব হয়েছে বিজেপিও। রাতেই টুইট করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি লেখেন “কিছু দল যারা ত্রিপুরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে তারা উন্নয়নের নিরিখে অনেকাংশেই ত্রিপুরা থেকে পিছিয়ে l রাজনৈতিক স্বার্থসিদ্ধি নয়, বরং রাজ্যের সর্বাঙ্গীন বিকাশই আমাদের প্রধান লক্ষ্য l বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের নিরিখে ত্রিপুরা আজ গোটা দেশে নজির তৈরী করছে l”

সম্পর্কিত পোস্ট