সংসদীয় কমিটির চেয়ারপার্সন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সংসদীয় কমিটির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় দল। তৃণমূলের বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন তৃণমূলের রাজ্যসভার সংসদ ডেরেক ও’ব্রায়েন।
তিনি জানিয়েছেন বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকের সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাতবারের সাংসদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই সংসদীয় রাজনীতিতে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দল। এই পদের যথাযথ গুরুত্ব দিতে পারবেন তিনি।
Trinamool Congress Parliamentary Party has unanimously adopted a resolution to make TMC chief Mamata Banerjee as chairperson of Trinamool Congress Parliamentary Party: Party MP Derek O’Brien pic.twitter.com/aTFbZmWUVL
— ANI (@ANI) July 23, 2021
একুশে বাংলার নির্বাচনে ২০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। অভাবনীয় এই সাফল্যের পর এবার লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যেই তৃণমূলের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
সাংসদ না হওয়া সত্ত্বেও কোন দলের সংসদীয় কমিটির প্রধান নির্বাচন হওয়ার ঘটনা সংসদীয় রাজনীতিতে বিরল। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তা নজিরবিহীন।একজন মুখ্যমন্ত্রীর পক্ষের দিল্লিতে গিয়ে সংসদীয় রাজনীতির নিয়ন্ত্রণ করা কঠিন। কিন্তু তৃণমূল সুপ্রিমো সেই চ্যালেঞ্জ নিতে পিছপা হবেন না।
সাসপেনশনের পরেও নাছোড় শান্তনু সেন, অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ মহুয়ার
ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূলের এখন একটাই লক্ষ্য যেন-তেন প্রকারেণও বিজেপিকে উৎখাত করা। জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী প্রধান মুখ।সেকথা অক্ষরে অক্ষরে জানেন তৃণমূল নেত্রী। তাই নতুন করে সংসদীয় রাজনীতিতে পা রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।এই মুহূর্তে সংসদে বিজেপিকে কোণঠাসা করতে তৃণমূলের হাতে রয়েছে একগুচ্ছ ইস্যু।
পেট্রোল -ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির থেকে পেগাসাস , করোনার টিকা নিয়ে রাজ্যকে বঞ্চনার অভিযোগ, কৃষি আইন বাতিল থেকে শুরু করে শান্তনু সেনকে সাসপেন্ড করা একাধিক বিষয় বিজেপিকে কোণঠাসা করে নিজেদের অবস্থান স্পষ্ট করা হবে কিভাবে তার রোডম্যাপ নির্ধারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো আর কেউ করতে পারবেন না। তাই তৃণমূল সাংসদ রা কোন পথে লোকসভায় আলোড়ন তৈরি করবেন তার মূল পরামর্শদাতার দায়িত্বভার তার কাঁধেই।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংসদীয় কমিটির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়ার পর নতুন করে চলতি বাদল অধিবেশনে তৃণমূল সাংসদরা বিজেপিকে কোণঠাসা করতে মরিয়া হয়ে উঠবেন সে কথা স্পষ্ট।