জেলা জুড়ে ব্যাপক রদবদল তৃণমূলের, বারাসাত সাংগঠনিক জেলার নতুন সভাপতি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

দ্য কোয়ারি ওয়েবেডস্কঃ রাজনৈতিক ঔদ্ধত্য কোনমতেই বরদাস্ত করবে না দল। এ কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর কার্যত নড়েচড়ে বসেছে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন নেতানেত্রীদের পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস।

একদিকে যখন মন্ত্রিসভায় রদবদলের জল্পনায় সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই জেলার চেয়ারম্যান এবং সভাপতি পদেও বেশ কয়েকটি বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বারাসাত সাংগঠনিক জেলা।

এতদিন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বে ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখার্জি। নতুন তালিকা প্রকাশ হতেই দেখা গেল সেই তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। পরিবর্তে এখন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদে বহাল হলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কাকলি ঘোষ দস্তিদার।

উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাত। নতুন-পুরবোর্ড আসার পর থেকে বারাসাত শহর জুড়ে উন্নয়ন থমকে গিয়েছে এমনটাই অভিযোগ করছেন বারাসাতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধীরা। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে আবর্জনা যথাযথ স্থানে ফেলা সমস্ত ক্ষেত্রেই পৌরসভার ব্যাপক ব্যর্থতার ছবি স্পষ্ট হয়ে উঠছে।

পর্যবেক্ষকরা বলছেন, শুধু তাই নয় জেলার সভাপতি হিসেবে একটি বিপুল অংশে দায়িত্ব পালন করতে গিয়ে বারাসাত শহরের উন্নয়নের ক্ষেত্রে যাতে কোনো খামতি না থাকে তার জন্যই নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে দল।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড়সড় রদবদল? প্রথম একাদশে বাবুল-পার্থ !

পাশাপাশি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির পদটিও আপাতত ফাঁকা রাখা হয়েছে। তৃণমূলের শীর্ষস্তরের নেতৃত্বদের সূত্র মারফত জানা গিয়েছে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক আসতে চলেছেন মন্ত্রিসভায়। জেলা সভাপতির পদ থেকে তাই তাঁকে সরিয়ে অন্য কাউকে স্থলাভিষিক্ত করা হতে পারে বলে তৃণমূল কংগ্রেসের সূত্র মারফত জানা গিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শিক্ষক নিয়োগে দুর্নীতি কান্ডে দলের মুখ পুড়তেই কার্যত দলের খোলনলচে বদল করার কাজে নেমে পড়েছেন মমতা-অভিষেক। তাই যে সমস্ত নেতা-নেত্রীদের রাজনৈতিক ঔদ্ধত্য আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে তাদেরকে কড়া বার্তা বার্তা দেওয়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট