মমতা যাচ্ছেন ত্রিপুরা, সংখ্যাগরিষ্ঠতা হারানোর ‘ভয়’ বিজেপি সরকারের

দ্য কোয়ারি ডেস্ক: সেপ্টেম্বর মাস আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে ত্রিপুরায় বিজেপি জোট সরকারের কাছে। কারণ, সেপ্টেম্বরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগরতলায় জনসভা হতে চলেছে।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, বিখ্যাত আস্তাবল ময়দানে (স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম) তৃণমূল কংগ্রেসের জনসভা হবে। এই জনসভায় তৃণমূল নেত্রীর উপস্থিতিতেই বিজেপির অন্তত এক ডজন বিধায়ক সরকারপক্ষ ত্যাগ করতে পারেন। সেই ব্যবস্থা পাকা করতে কলকাতায় বিশেষ বৈঠক করেছেন ত্রিপুরা সরকারের বিদ্রোহী তথা সংস্কারপন্থী বিধায়করা।

কলকাতায় এসেছেন ত্রিপুরা বিজেপির হেভিওয়েট নেতা সুদীপ রায় বর্মণ। তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রবল প্রতিপক্ষ। সুদীপবাবুর হাত ধরেই গত বিধানসভা ভোটের আগে বিরোধী দল কংগ্রেস ছেড়ে বিধায়করা টিএমসিতে যোগ দিয়েছিলেন। সেই মুহূর্তে ত্রিপুরায় টিএমসি হয়েছিল বিরোধী দল।

তবে মমতা-সুদীপ আগরতলা সমীকরণ বেশিদিন চলেনি। রাজনৈতিক গুরু মুকুল রায়ের বিজেপি গমনের পরেই সুদীপবাবু টিএমসি ত্যাগ করে বিজেপিতে যান। নির্বাচনে টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয়। বিজেপি-আইপিএফটি জোট সরকারে এসেছে।

গত চার বছরে বিজেপি জোট সরকারের জনপ্রিয়তা ত্রিপুরায় কমেছে দ্রুত গতিতে। অন্যদিকে পশ্চিমবঙ্গে টানা তিনবার সরকার গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুুকুল রায় বিজেপি ছেড়ে মমতা শিবিরে ফিরেছেন। সেই থেকে ত্রিপুরায় ফের মুকুল শিষ্য সুদীপ বর্মণ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমীকরণ জমাট হতে শুরু করেছে।

অভিষেকের হুঙ্কার ‘ত্রিপুরা দখল করব’, রাস্তায় বিরাট মিছিল সিপিআইএমের

গত চার বছরে ত্রিপুরা বিজেপির অন্দরে দুটি স্লোগান চালু, ‘বিপ্লব হটাও ত্রিপুরা বাঁচাও’ ও জনবিরোধী নীতির সরকার চলছে। বিদ্রোহী বিধায়কদের সবাই সরাসরি তৃণমূলে ফিরতে মরিয়া।তাঁরা দলত্যাগ করলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে বিজেপি।

ত্রিপুরা বিধানসভার গাণিতিক অবস্থান এমন-
বিধানসভায় মোট আসন ৬০টি
সরকারপক্ষ: ৪৩
বিজেপি-৩৬
আইপিএফটি-৭
বিরোধীদল সিপিআইএমের ১৬ জন। একটি আসন খালি।

আগরতলায় বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে চলছে বিধায়ক ধরে রাখার খেলা। আর রাজ্যে ০.৩ শতাংশ ভোট নিয়ে টিএমসি শুরু করেছে ‘খেলা হবে’। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগরতলা সফরে কী ঘটবে তা স্পষ্ট জানেনা বিজেপি।

প্রধান বিরোধী দল সিপিআইএমের দাবি, কোনও অবস্থায় বাম বিধায়করা পক্ষত্যাগ করবেন না। তৃণমূলের ডাকে সাড়া দিয়ে বিজেপির বিধায়করা নিজেদের সরকারকেই সংখ্যাগরিষ্ঠতা থেকে সরানো উদ্যোগে স্পষ্ট, এই বিধায়করা শুধুই ক্ষমতালোভী। রাজ্যে বাম শাসন ফের ফিরতে চলেছে।

সম্পর্কিত পোস্ট