তৃণমূল থেকে সাসপেন্ড পার্থ , নবান্নে ঘরের সামনে থেকে সরল বোর্ড
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মন্ত্রীত্বের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় কে আপাতত দলীয় সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন।
তিনি জানান দলের সমস্ত পদ পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছাড়াও দলীয় মুখপত্র জাগো বাংলার সম্পাদক, জাতীয় কর্মসমিতির সদস্য এবং শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, এই তদন্ত প্রক্রিয়া যতদিন চলবে ততদিন পার্থ চট্টোপাধ্যায়ের সাসপেনশন বহাল থাকবে। তিনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে দলের দরজা তাঁর জন্য খোলা থাকবে।
অন্যদিকে রাজ্য মন্ত্রী সভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র দফতরের থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সংবাদ জানানো হয়েছে l বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিল্প ও বাণিজ্য দফতর, তথ্য ও প্রযুক্তি , শিল্প পুনর্গঠন ও পরিষদীয় দফতরে র দায়িত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হলো।
দুর্গাপুজো নিয়ে স্থানীয় শিল্পপতিদের ব্যবসার প্রচার ও বিনিয়োগের নয়া প্রস্তাব মুখ্যমন্ত্রীর
২৮ জুলাই অর্থাৎ থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কটি দফতর নিজেই দেখবেন বলেও একটি আলাদা নির্দেশিকা জারি করে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর। পরে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন সেকথা।
আলিপুরের সৌজন্যে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,”পার্থদার কাছে যা যা দফতর ছিল সেগুলো আমার কাছেই রাখছি। আমি হয়তো কিছুই করব না। কিন্তু নতুন করে মন্ত্রিসভা গঠন না করা পর্যন্ত দফতরগুলো আমার কাছে থাকবে।”
তবে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে নিজের মনোভাবও একই সঙ্গে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রিক ঘটনাপ্রবাহে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি জানান,” এর মধ্যে অনেক খেলা আছে। এখানে বলতে চাইনা।”
এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে অপসারণের পরেই নবান্নে তার ঘরের সামনে থেকে বোর্ড সরিয়ে নেওয়া হয়। পরিশোধীয় মন্ত্রী হিসেবে বিধানসভায় থেকে পাওয়া তার গাড়ি ইতিমধ্যেই ফেরত গিয়েছে বিধানসভায়। শিল্পমন্ত্রীর প্রাপ্য গাড়িটিও এদিন ফিরিয়ে নিয়েছে নবান্ন।