West Bengal Election: তৃণমূলকে ভোট দিলে ভোট যাচ্ছে বিজেপিতে!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূলকে ভোট দিলে ভোট যাচ্ছে বিজেপিতে। দক্ষিণ কাঁথির মাজনার ২ টি বুথে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিযোগ তুলেছেন স্বয়ং ভোটাররা।

অভিযোগ, তৃণমূলকে ভট দেওয়ার পরেও ভোট চলে যাচ্ছে বিজেপিতে। একজোট হয়ে তাঁরা প্রিসাইডিং অফিসারকে জানানোর পর ভোট প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। প্রতিবাদে শামিল হয়েছে তৃণমূল। অভিযোগ, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর নির্দেশে এই কাজ করা হচ্ছে।  পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

যদিও প্রিসাইডিং অফিসারের দাবী সেরকম কিছু ঘটনা ঘটেনি। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি ভোট চালু করা সম্ভব নয়। যদিও স্থানীয়দের দাবী তৃণমূলকে ভোট দিলেও সেই ভোট যাচ্ছে বিজেপিতে।

ভোট শুরু হওয়ার আগে উত্তপ্ত কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। বিজেপির নির্বাচনী কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। একই জায়গা থেকে উদ্ধার হয় বিজেপি কর্মীর মৃতদেহ। পরিবারের তরফে দাবী করা হচ্ছে মৃত ব্যক্তি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। যদিও বিজেপির দাবী তাঁদের কর্মী ওই ব্যক্তি। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে একাধিক জায়গায় ইভিএম খারাপের অভিযোগ উঠছে সকাল থেকেই।

আরও পড়ুনঃ আজ ৩০ আসনে পাঁচ জেলায় থাকছে ৬৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

শালবনীতে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপি(আই)এম প্রার্থী সুশান্ত ঘোষের অভিযোগ, শুইমাদহ স্কুলের বুথে তাঁদের কোনও এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। যা নিয়ে তৃণমূলের বুথকর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সুশান্ত ঘোষের ওপর হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত সংবাদমাধ্যমের কর্মীরাও।

অভিযোগ, যেসময় সুশান্ত ঘোষের ওপর হামলা চালানো হয় তখন সেখানে উপস্থিত ছিল না কেন্দ্রীয় বাহিনী। বুথের ভিতর তাঁরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সুশান্ত ঘোষের নিরাপত্তায় নিয়োজিত পুলিশকর্মীরা তাঁকে নিরাপদে নিয়ে যান বলে জানা গেছে। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। একজনকে গ্রেফতার করা হয়েছে।

বোমার আঘাতে জখম পটাশপুরের ওসি। আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী। ঘটনার পিছনে পাকিস্তানীরা রয়েছে অভিযোগ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

শনিবার সকাল থেকে ৩০ তি আসনে শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন। ঝাড়্গ্রামের ৪ টি, পুরুলিয়ার ৯ টি, পশ্চিম মেদিনীপুরের ৬ টি, বাঁকুড়ার ৪ টি এবং পুর্ব মেদিনীপুরের ৭ টি আসনে শুরু হয়েছে নির্বাচন। সকাল থেকে একাধিক অভিযোগ উঠছে বিভিন্ন এলাকায়।

সম্পর্কিত পোস্ট