তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচল
ঘটনায় দু'পক্ষেরই আহত দুই। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচলে। দুইদলের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি তৃণমূল সংঘর্ষ। ঘটনায় দু’পক্ষেরই আহত দুই। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচলে। দুইদলের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে বইমেলা থেকে বাড়ি ফিরছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য দেবা মন্ডল। সেসময়ই থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিজেপি কর্মীর হাতে আক্রান্ত হন তিনি।
আরও পড়ুনঃ স্থায়ীকরণের দাবিতে ধর্না, চরম অচলাবস্থা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
আক্রান্ত তৃণমূল কর্মীর অভিযোগ বিজেপি কর্মী প্রসেনজিৎ শর্মা তৃণমূল সংগঠনের নামে গালিগালাজ করে। এই ঘটনার প্রতিবাদ করায় সেই বিজেপি কর্মীর সঙ্গে তৃণমূল কর্মীর বচসা বাঁধে। আর তা থেকে শুরু হয় হাতাহাতি। বিজেপি কর্মী চড়াও হয় তৃণমূল কর্মীর উপর। এমনকি তৃণমূল কর্মীর হাতে ধারালো অস্ত্রের কোপ বসানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মীর বিরুদ্ধে।
অন্যদিকে বিজেপি কর্মী প্রসেনজিৎ শর্মার অভিযোগ, মদ খেয়ে অভব্য আচরণ করছিল দেবা মন্ডল ও তৃণমূলের অন্যান্য সদস্যরা। প্রতিবাদ করতে গেলে লোহার রড দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি ব্যপক মারধর করা হয় বলে অভিযোগ।
বর্তমানে ওই বিজেপি কর্মী প্রসেনজিৎ শর্মা চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতলে চিকিৎসাধীন। ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।