তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমান

দ্য কোয়ারি ডেস্ক: ভোট বড় বালাই। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দিকে দিকে সংঘর্ষের ঘটনা বাড়ছে। গোষঠীদ্বন্দ্ব থেকে শাসক বিরোধী তরজা, অব্যাহত।

এবার পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর বোমা ফাটিয়ে গুলি চালানোর অভিযোগে উত্তেজনা ছড়ায় এলাকায়।

বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা হঠাৎ পূর্ব বর্ধমান জেলার একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুই বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। তারা দুই ভাইও।

এই ঘটনায় আহত হন ওই দুই ভাই ওরফে দুই বিজেপি কর্মী। ঘটনার পরে আহত দুজনকে প্রথমে চিকিৎসার জন্য কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থা থাকায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনার পরিবেশ বজায় রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/car-accident-at-dhuguri-died-14people/

বিজেপির তরফে অভিযোগ এই হামলার ঘটনার নেপথ্যে দায়ী তৃণমূল কংগ্রেস। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন তারা।

সম্পর্কিত পোস্ট