১০০ দিনের কাজ নিয়ে তুফানগঞ্জে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  লকডাউনের মধ্যেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। তুফানগঞ্জ ১ নং ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের দ্বীপর পাড় এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে উঠে এলো। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা গিয়েছে, এলাকায় ১০০ দিনের মাটি কাটার দুর্নিতির অভিযোগকে ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় নাককাটি গ্রাম পঞ্চায়েতের দ্বিপরপাড় এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় এই এলাকায় ঘটনাটি ঘটে।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ যায় ঘটনাস্থলে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকেই এলাকায় উত্তেজনা চলছিল। এদিন তার বহিঃপ্রকাশ ঘটে। নাককাটি গ্রাম পঞ্চায়েত এলাকাজুড়ে এদিন বাইক মিছিল বের করে তৃণমূল। মিছিল শেষ হয় দ্বিপরপাড় এলাকায়।

এরপরেই তৃণমূলের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এখানেই উঠে আসে ১০০ দিনের কাজের দুর্নীতির কথা। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

সম্পর্কিত পোস্ট