দ্রুত উপনির্বাচনের দাবিতে ফের চলতি সপ্তাহে কমিশনের দ্বারস্থ তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি সপ্তাহে ফের কমিশনের যাচ্ছে তৃণমূল। দ্রুত উপ নির্বাচনের দাবিতে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তৃণমূলের ৫ সাংসদ প্রতিনিধি। সেই দলে থাকছেন সুখেন্দু শেখর রায়, সৌগত রায়, সুদীপ বন্দোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, মহুয়া মৈত্র।

তৃণমূল সূত্রের খবর দ্রুত উপনির্বাচনের দাবির পাশাপাশি কমিশনের কাছে রাজ্যের কোভিড রিপোর্ট জমা দেবে তৃণমূল।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন নভেম্বর মাসের মধ্যেই উপনির্বাচন না হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা দিতে হবে। এই সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আগেই তৃণমূল চাইছে দ্রুত উপনির্বাচন হোক।

পুজোর মুখে সুখবর সুরা প্রেমীদের জন্য, কমছে বিলিতি মদের দাম

৫ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং দুটি কেন্দ্রের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। দিনহাটা, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, শান্তিপুর, খড়দহ, ভবানীপুর, গোসাবাতে নির্বাচন হওয়ার কথা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে কমিশনের তরফ থেকে ৩০ অগাস্টের মধ্যে নির্বাচন করা নিয়ে যে মতামত জানতে চাওয়া হয়েছিল তা জানিয়ে দেওয়া হবে সেদিনই।

প্রসঙ্গত দিন কয়েক আগেই যশবন্ত সিনহা, অভিযোগ করে জানিয়েছিলেন তৃণমূলকে বিপদে ফেলতেই গড়িমশি করা হচ্ছে ভোট নিয়ে। এজন্য বিজেপিকে দায়ী করেছিলেন তিনি। পাল্টা বিজেপির প্রশ্ন, দেশের করোনা পরিস্থিতির মধ্যে উপনির্বাচন করতে তাড়া কেন তৃণমূলের?

সম্পর্কিত পোস্ট