West Bengal Assembly Election 2021:শুক্রবার তৃণমূলের পুর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার কালিঘাটেই প্রকাশিত হবে ২১ এর নির্বাচনে তৃণমূলের পুর্ণাঙ্গ তালিকা। ওই দিন তালিকা প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাটের দলীয় কার্যালয় থেকে প্রকাশিত হবে তালিকা। এমনটাই খবর তৃণমূল সূত্রে।

বুধবার কালীঘাটের কার্যালয় থেকেই প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। সূত্রের খবর, আংশিক প্রার্থী তালিকা প্রকাশের কথা ছিল এদিন। কিন্তু তার পরিবর্তে শুক্রবার পুর্ণাঙ্গ তালিকা প্রকাশের কথা রয়েছে।

সূত্রের খবর, ওই দিন তালিকা প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে লোকসভা নির্বাচনে কালীঘাটের কার্যালয় থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে এবারের নির্বাচনেও একই ঘটনা ঘটতে চলেছে।

আরও পড়ুনঃ West Bengal Assembly Election 2021: জোড়াফুলের নজরে বাঁকুড়া- প্রার্থী তালিকায় নাম সুজাতা ও অরুপ চক্রবর্তীর

প্রথম থেকেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে ৪০ এর বেশী নতুন মুখ এবারের প্রার্থী তালিকায় থাকতে পারে। একাধিক তারকা মুখ থাকতে পারে প্রার্থী তালিকায়। সেই তালিকায় উঠে আসছে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ সহ একাধিক নাম।

একইসঙ্গে তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ৮০ বছরের বয়সী কাউকেই প্রার্থীপদের জন্য রাখতে চাইছেন না তাঁরা। পরিবর্তে নতুন মুখ হিসাবে উঠে আসছে দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং সুদীপ রাহার মতো নাম।

সম্পর্কিত পোস্ট