অভিষেকের হুঙ্কার ‘ত্রিপুরা দখল করব’, রাস্তায় বিরাট মিছিল সিপিআইএমের
দ্য কোয়ারি ডেস্কঃ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনে কলকাতা থেকে সরকারি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন বিজেপিকে হটিয়ে আগরতলা দখল করব।
কলকাতায় অভিষেকের হুঁশিয়ারি সময়েই ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএমের বিরাট মিছিল শাসক বিজেপির চোখ ছানাবড়া করে দিল। রাজ্যে গত বিধানসভায় টানা দু দশকের বেশি সরকারে থাকার পর বামফ্রন্টের সমর্থনে ধস নামে। সরকার পড়ে যায়। এর পর থেকে এত বড় মাপের মিছিল বামেদের কাছেও হাতে গোনা।
বিলোনিয়াতে মিছিলের ছবি ত্রিপুরা ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগরতলায় দশরথ দেব ভবনের দাবি, সত্যি করেই যদি এ রাজ্যে কোনও দল ফের সরকার গড়তে পারে তা একমাত্র সিপিআইএম। কারণ, তৃণমূল কংগ্রেস এ রাজ্যে শূন্য।
ত্রিপুরায় দখলে মরিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টানা তিনবার সরকার গড়ে এখন দেশে অন্যতম বিজেপি বিরোধী নেত্রী হিসেবে পরিচিত। যদিও কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বা দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন।
তবে মমতা বনাম টক্কর বরাবরই আলোচিত। দিল্লির গুঞ্জন, সংঘ পরিবারের কাছেও মমতা গ্রহণযোগ্য।
বাংলা দখলের পর নজরে ত্রিপুরা, দৃপ্ত কন্ঠে অমিত শাহকে কড়া বার্তা অভিষেকের
শনিবারই তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ছাত্র শাখা টিএমসিপি প্রতিষ্ঠাতা দিবসে বলেছেন, “ত্রিপুরায় তৃণমূল পা রাখতেই বিজেপির পা কাঁপতে শুরু হয়েছে। ওখান থেকে মুছে যাবে বিজেপি। ত্রিপুরা ছাড়াও অসম বা অন্য যে সব জায়গায় বিজেপি আছে সব জায়গা থেকে তাদের উৎখাত করা হবে।”
কলকাতায় তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ (টিএমসিপি) প্রতিষ্ঠাতা দিবসে অভিষেকের হুঁশিয়ারিতে আগরতলায় পড়েছে শোরগোল।
তবে সে রাজ্যের বিরোধী দল সিপিআইএম মাঠে নেমে বিরাট মিছিলে জবাব দিতে চেয়েছে শাসক বিজেপি ও নতুন করে রাজ্যে পা রাখতে চলা তৃণমূল কংগ্রেসকে। বাম নেতারা কটাক্ষ করে বলছেন, এ রাজ্যে এসে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা হোটেলে ফুটবল খেলে ভোট বাজারে কী খেলা দেখাবেন তা স্পষ্ট।