তৃণমূলের সমর্থন না পাওয়ায় দু’শোর আগেই থেমে যেতে পারে মার্গারেটের দৌড়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উপরাষ্ট্রপতি নির্বাচন ইন্ডিয়াএ এনডিএ সমর্থিত জগদীপ ধনখড় ও বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভা, কাউকেই সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস যার অর্থ ভোটদান থেকেই বিরত থাকবে বাংলার শাসক দল।

এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে নজিরবিহীন বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন বিরোধী শিবিরের প্রার্থী তথা প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল কংগ্রেসের লোকসভার ২৩ জন সংসদ ও রাজ্যসভার ১৩ জন সাংসদ সকলেই ভোটদানে বিরত থাকবেন। এই ৩৬ জন সংসদের ভোট না পেলে ২০০ এর গণ্ডিই পার করা কঠিন হয়ে যাবে বিরোধীদের।

রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির মাষ্টার স্ট্রোক বুমেরাং হতে পারে উপরাষ্ট্রপতি ভোটেই

২০১৭ এর উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী ২৪৪ টি ভোট পেয়েছিলেন। সেবার তৃণমূল কংগ্রেস সমর্থন করেছিল বলেই গোপালকৃষ্ণের ভোট ২০০ পেরিয়েছিল। সেবার তৃণমূলের একার হাতেই ভোট ছিল ৪৫। বোঝাই যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সমর্থন না পেলে গোপালকৃষ্ণ গান্ধির পক্ষেও ২০০ এর গণ্ডি পার করা কঠিন হতে।

বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূলের সঙ্গে আলোচনা না করে বিরোধী শিবির প্রার্থী ঠিক করার কারণেই তাঁরা ভোটদান থেকে বিরত থাকছেন। তবে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়কে সমর্থন করার যে প্রশ্ন‌ই নেই সেটাও জানিয়ে দেন তিনি।

সম্পর্কিত পোস্ট