গান্ধী ভবনের উদ্বোধনে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী
এদিন মন্ত্রী বলেন স্বাধীতা সংগ্রামীদের সম্মান জানাতে স্মৃতি সৌধের পাশাপাশি গান্ধী ভবন গড়ে তুলে স্বাধীনতা সংগ্রামীদের কথা ও তাঁদের ব্যবহারিক জিনিস রাখা হবে।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গান্ধীজির ভাবধারা বর্তমান প্রজন্মের কাজে তুলে ধরতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি স্মৃতি সৌধ এলাকায় গড়ে তোলা হচ্ছে “গান্ধী ভবন”। হলদিয়া উন্নয়ন পর্ষদের ২ কোটি ৪০লক্ষ টাকা ব্যয়ে গান্ধী ভবনটি গড়ে তোলা হবে।
শুক্রবার এক অনুষ্ঠানে মধ্যদিয়ে গন্ধী ভবনের শিলান্যাস ও ভবন নির্মানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।
মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও পরিক্কর হরিশংকর, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী চিত্ত রঞ্জন সামন্ত, স্বাধীনতা সংগ্রামী রনজিৎ বয়াল,জেলাপরিষদের সভাধিপতি দেবব্রত দাস, জেলাশাসক পার্থ ঘোষ সহ অন্যান্যরা।
এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারী নারকেল ফাটিয়ে ভবনের কাজের শুভারম্ভ করেন। এদিন মন্ত্রী বলেন স্বাধীতা সংগ্রামীদের সম্মান জানাতে স্মৃতি সৌধের পাশাপাশি গান্ধী ভবন গড়ে তুলে স্বাধীনতা সংগ্রামীদের কথা ও তাঁদের ব্যবহারিক জিনিস রাখা হবে। বিভিন্ন আলোচনা সভায় আগত ব্যক্তিদের নিশিযাপনের জন্য অতিথিশালার ব্যবস্থাও থাকছে।
আগামী ১৬ মাসের মধ্যে কাজ শেষ করার হবে।