তৃণমূল ছাড়ছেন তাপস রায়, দ্রুত জানাবেন দিন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এই খবরকে বিস্ফোরক বললেও হয়তো কম বলা হবে। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে স্বচ্ছ এবং পার্টি লাইন মেনে চলা বিতর্কহীন নেতাদের মধ্যে অন্যতম বলে ধরা হয়  তাপস রায়কে। সেই তিনিই কিনা দল ছাড়তে চলেছেন! রবিবার নিজের মুখেই সেই ইঙ্গিত দিলেন বরানগরের এই তৃণমূল বিধায়ক।

এদিন বরানগরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের আয়োজিত এক রক্তদান শিবিরে এসে বক্তব্য রাখতে গিয়ে তাপস রায় বলেন, “দলে আর কতদিন থাকবে তা সময় এলেই জানিয়ে দেব। তবে আর বেশিদিন নয়।” তাঁর মুখে এই কথা শুনে কর্মীরা বলে ওঠেন, “আমরা ছাড়ব না।” পাল্টা এই বর্ষিয়ান তৃণমূল নেতা মাইক্রোফোন ধরেই বলেন, “আমাকে ধরে রাখা খুব কঠিন। খুব তাড়াতাড়িই ছাড়ব।” এরপরই জল্পনা ছড়ায় তৃণমূল ছাড়তে চলেছেন তাপস।

কেন তিনি দল ছাড়ার কথা ভাবছেন সে বিষয়ে তাপস রায় কিছু জানাননি বা বলেননি। তৃণমূল ছেড়ে অন্যদলে যোগ দেবেন, নাকি রাজনীতি থেকেই অবসর নেবেন সেটাও স্পষ্ট নয়। তবে বেশ কিছুদিন ধরেই তাপস রায় অখুশি বলে জানা গিয়েছে।

জহর ও হোয়াটসঅ্যাপ কিস্যা, দিনের শেষে হাতে র‌ইল পেন্সিল

তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, যোগ্যতা অনুযায়ী তৃণমূলে সম্মান পাচ্ছেন না তিনি। এবার তাঁকে মন্ত্রীও করেনি দল। সম্প্রতি মন্ত্রীসভার সম্প্রসারণে তাঁর জায়গা হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিজ্ঞ নেতার নাম বিবেচনায় রাখেননি।

তাপস রায়কে উত্তর কলকাতা জেলা কমিটির সভাপতি পদ থেকেও সরিয়ে দেয় তৃণমূল। শুধু বিধানসভায় উপ-মুখ্যসচেতক ছিলেন তিনি। সব মিলিয়ে দলে বেশ কিছুটা কোণঠাসা অবস্থায় আছেন এই প্রাক্তন মন্ত্রী। তবে সেই ক্ষোভ থেকে, নাকি পার্থ-অনুব্রত কাণ্ডের জেরে তিনি তৃণমূলত্যাগের কথা ভাবছেন তা নিশ্চিত করে বলা মুশকিল। শোনা যায়, দলীয় নেতাদের দূর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনায় বেশ ক্ষুব্ধ এই স্বচ্ছ ভাবমূর্তির নেতা।

তাপস রায় মুখ খুললে তবেই একমাত্র তাঁর এই ভাবনার পিছনের কারণের হদিশ মিলতে পারে। যদিও তাঁর এই বক্তব্যের পর তৃণমূলের অস্বস্তি বাড়ল বলা যায়।

সম্পর্কিত পোস্ট