১৯ জুন লাদাখ নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাদাখের গালওয়ান সীমান্তে ২০ জন শহীদ সেনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ১৯ জুন লাদাখ নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চিনের সঙ্গে ভারতের পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকেছে। সোমবার গালওয়ান ভ্যালির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় সেনা জওয়ান।

তারপর দফায় দফায় চলছে বৈঠক। এবার চিন সীমান্তবর্তী অঞ্চল নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯ জুন বিকেল ৫ টায় প্রধানমন্ত্রী বৈঠকের ডাক দিয়েছেন।

এর আগে থেকেই চিন সম্পর্কে ভারতের অবস্থান কি? প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

কিন্তু প্রধানমন্ত্রীর তরফে কোনও উত্তর মেলেনি। সোমবার ডিএসক্যালেশন চলাকালীন ২০ ভারতীয় সেনা শহীদ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়েছে কেন্দ্র।

মঙ্গলবার থেকেই তিন সেনা প্রধান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সেনাপ্রধান বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারত-চীন সীমান্ত সংঘর্ষে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার বিরোধীরা, হিমাচলে সতর্কতা জারি

লাদাখের গালওয়ান সীমান্তে ২০ জন শহীদ সেনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশ শহীদ সৈনিকদের পরিবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে। বার্তা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর।

মঙ্গলবার থেকে বৈঠকের মাধ্যমে সমঝোতার রাস্তা বের করার চেষ্টা করছে ভারত। কিন্তু চিনের তরফে কোনও সদুত্তর মেলেনি।

এর আগে চিন নিয়ে কূটনৈতিক সিদ্ধান্তে অন্যান্য দলের নেতৃত্বদের না ডাকায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার একাধিক মন্তব্য পেশ করে বিরোধীপক্ষ। যদিও এবার খানিকটা রণনীতি পরিবর্তন করেই চিনের সঙ্গে বসতে চাইছে ভারত। এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট